হ্যালো বন্ধুরা আজকে আমরা এই পোস্টটি থেকে Jao Pakhi Lyrics (যাও পাখি) লিরিক্সটি পড়বো। অনেকে অনেকদিন ধরে আমাকে এই গানটির লিরিক্সর জন্য ম্যাসাজ করতেছিলেন। তাই আজকে আপনাদের জন্য এই লিরিক্সটি নিয়ে আসলাম।
Jao Pakhi Lyrics In Bengali
হারিয়ে ফেলেছি নাকফুল
হারালো মন উদাস দুপুর,
যাও পাখি বলো তারে গিয়ে বলো
ভালো যে লাগে না,
ভালোবাসা পিছু ডাকছে
তবু সে কেনো আসে না বলনা,
তারে গিয়ে বলনা,
তারে গিয়ে বলনা।
ছুঁইনা যাকে, দেখিনা তাকে
সে থাকে সারাক্ষণ,
রুপকথা জোনাকিরা জ্বলে
মাঝরাতে অনুক্ষণ।
অকারণ বুকে মেঘ জমে
জলকণাদের বিচরণ,
যাও পাখি বলো তারে গিয়ে বলো
ভালো যে লাগে না,
ভালোবাসা পিছু ডাকছে
তবু সে কেনো আসে না বলনা,
তারে গিয়ে বলনা,
তারে গিয়ে বলনা।
ডুবে থাকা পদ্ম পাতায়
জোছনাটা ছলছল,
যাবে যদি আসতে পারো
আঁখিজোড়া আবিচল।
অকারণ বুকে বাঁধ ভেঙ্গে
শুধু তোমারই বিচরণ,
হারিয়ে ফেলেছি নাকফুল
হারালো মন উদাস দুপুর,
যাও পাখি বলো তারে গিয়ে বলো
ভালো যে লাগে না,
ভালোবাসা পিছু ডাকছে
তবু সে কেনো আসে না বলনা,
তারে গিয়ে বল না,
তারে গিয়ে বল না।
Jao Pakhi In English
Hariye felechi naakphul
Haralo mon udash dupur
Jao pakhi bolo tare giye bolo
Valo je lage na
Valobasha pichu dakche
Tobu se keno ase na Bolna
Tare giye bolna
Chuina jaake dekhina taake
Se thake sarakkhon
Rupkotha jonakira jwole
Majhraate anukhon
Okaron buke megh jome
Jolkonader bichoron
Dube thaka poddo patay
Jochonata cholchol
Jaabe jodi ashte paaro
Ankhijora obichol
Okaron buke bandh venge
Shudhu tomari bichoron
Jao Pakhi Song Details
- Song : Jao Pakhi
- Singer : Liza
- Lyric & Tune : Tausif
- Music : Tausif
- Label : Agniveena
Tags:
Lyrics