হ্যালো বন্ধুরা আজকে আমরা এই পোস্টটি থেকে Naa Song Lyrics (না) লিরিক্সটি পড়বো। অনেকে অনেকদিন ধরে আমাকে এই গানটির লিরিক্সর জন্য ম্যাসাজ করতেছিলেন। তাই আজকে আপনাদের জন্য এই লিরিক্সটি নিয়ে আসলাম।
Naa Song Lyrics In Bengali
যদি বলতে পারো আমায় তুমি
কেন আমার হলে না?
তবে আমি তোমার কাছে
আর কোনো প্রশ্ন রাখবো না।
যদি বলতে পারো কথা দিয়ে
কেন কথা রাখলে না?
জানি আমি তুমি কোনো
উত্তর দিতে পারবে না ...
না, তোমায় ভালোবাসি না
তোমায় ভালোবাসি না,
তোমায় ভালোবাসি না,
তুমি আমার জন্য না।।
একলা বিকেল, ধূসর স্মৃতি
কাটে কেমন কেউ জানে না,
নেই কত রাত, হাতে রাখা হাত
চাপা ব্যেথা কেউ দেখে না।
যদি বলতে পারো আমায় তুমি
কেন ভালোবাসলে না?
তবে আমি তোমার কাছে
আর কোনো প্রশ্ন রাখব না..
না, তোমায় ভালোবাসি না
তোমায় ভালোবাসি না,
তোমায় ভালোবাসি না,
তুমি আমার জন্য না।।
ভাবছো হয়তো তুমি এখনো
তোমায় ছাড়া চলতে পারি না,
ভুলে গেছি তোমায় আমি
একটুও আর মনে পড়ে না।
যদি বলতে পারো কথা দিয়ে
কেন কথা রাখলে না?
জানি আমি তুমি কোনো
উত্তর দিতে পারবে না।
না, তোমায় ভালোবাসি না
তোমায় ভালোবাসি না,
তোমায় ভালোবাসি না,
তুমি আমার জন্য না।।
Naa Song In English
Jodi bolte paro amay tumi
Keno amar hole na
Tobe ami tomar kache
Aar kono proshno rakhbo na
Jodi bolte paro kotha diye
Keno kotha rakhle na
Jani ami tumi kono
Uttor dite parbena
Na Tomay bhalobashi na
Tomay valobashi naa
Tumi amar jonno na
Ekla bikel dhusor smriti
Kaate kemon keu jane na
Nei koto raat haate rakha haat
Chapa beytha keu dekhe na
Vabcho hoyto tumi ekhono
Tomay chara cholte pari na
Bhule gechi tomay ami
Ektuo aar mone pore na
Naa Song Song Details
- Song name : Naa
- Vocal & Tune : Imran mahmudul
- Music Programming : Tonmay Mahabubul
- Lyrics : Mehedi hasan Limon
- Edit & Colour : Tonmay Mahabubul
- D.O.P : Avijit Chakrabarty Jitu
- Directed by : Imran mahmudul
Tags:
Lyrics