হ্যালো বন্ধুরা আজকে আমরা এই পোস্টটি থেকে O Bondhu Re Lyrics (ও বন্ধু রে) লিরিক্সটি পড়বো। অনেকে অনেকদিন ধরে আমাকে এই গানটির লিরিক্সর জন্য ম্যাসাজ করতেছিলেন। তাই আজকে আপনাদের জন্য এই লিরিক্সটি নিয়ে আসলাম।
O Bondhu Re Lyrics In Bengali
ভাল কেন বাসিলা তুমি আমারে
ও বন্ধু রে,
তবু কেন দূরে চইলা যাও?
আমারে ছাড়িয়া তুমি কেমনে
ও বন্ধু রে,
অন্যের ঘরে পা বাড়াও।
তুমি দেখো নতুন স্বপন
হায় নতুন কারো চোখে,
কেমনে মাইরা গেলা ছুরি
বিষের আমার এই বুকে,
ভাবলা না এই আমারে।
ও বন্ধু তুমি বড় পাষাণ
আমি আগে বুঝি নাই,
তোমার মিছা মায়ায় পইড়া আমার
জীবন পুইড়া ছাই,
জীবন পুইড়া ছাই রে বন্ধু
জীবন পুইড়া ছাই।
ভালো কেন বাসিলা তুমি আমারে
ও বন্ধু রে,
তবু কেন দূরে চইলা যাও?
আমারে ছাড়িয়া তুমি কেমনে
ও বন্ধু রে,
অন্যের ঘরে পা বাড়াও।
তুমি আমায় ছাইড়া আমায় ভুইলা
কেমনে বল থাকো?
তুমি আদর কইরা তোমার মুখে
কার নামটি ডাকো?
তুমি কার বুকে তে মাথা রাইখা
সুখের গল্প করো?
আমি কোথায় আছি কেমন আছি
রাখলানা খবরও।
তুমি সুখে থাকো করি আমি এই প্রার্থনা
তোমার মতো বন্ধুয়ার হয়না তুলোনা।
ও বন্ধু তুমি বড় পাষাণ
আমি আগে বুঝি নাই,
তোমার মিছা মায়ায় পইরা আমার
জীবন পুইরা ছাই,
জীবন পুইরা ছাই রে বন্ধু
জীবন পুইরা ছাই।
ভালো কেন বাসিলা তুমি আমারে
ও বন্ধু রে,
তবু কেন দূরে চইলা যাও?
আমারে ছাড়িয়া তুমি কেমনে
ও বন্ধু রে,
অন্যের ঘরে পা বাড়াও।
O Bondhu Re In English
Valo Keno Bashila Tumi Amare
O Bandhu Re
Tobu keno dure choila jao
Amare chariya tumi kemone
O bondhu re
Onner ghore paa barao
O bondhu tumi boro pashan
Ami agey bujhi nai
Tomar micha mayay poira amar
Jibon puira chai re bondhu
Jibon puira chaai
Bhalo Keno Basila Tumi Amare
O Bondhu Re
O Bondhu Re Song Details
- Song : O Bondhurey
- Vocal, Lyrics & Tune : Samz Vai
- Music : Tanzil Hasan
- Story & Directed by : Eagle Team
- DOP : Rajon Romm
- Edit : Imratul Islam
- Color : Shamim Hossain
- Graphic Design : Nadia
- Label : Eagle Music
Tags:
Lyrics