হ্যালো বন্ধুরা আজকে আমরা এই পোস্টটি থেকে Odrissho Porojibi Lyrics (অদৃশ্য পরজীবি) লিরিক্সটি পড়বো। অনেকে অনেকদিন ধরে আমাকে এই গানটির লিরিক্সর জন্য ম্যাসাজ করতেছিলেন। তাই আজকে আপনাদের জন্য এই লিরিক্সটি নিয়ে আসলাম।
Odrissho Porojibi Lyrics In Bengali
গগন বিদারী চিৎকারে আমার
কারো ঘুম ভাঙে না,
প্রহসনের ধরাধামে
আমি কারো করুনার পাত্র না।
নিজেকে মহান প্রতিষ্ঠিত করার দৌড়ে
মন্থর গতি আমার,
আমি জানি আমি কে।
অদৃশ্য পরজীবি বিদায় নেবে সত্তর
পৃথিবী থাকবে তবু ক্ষুব্ধ,
বদলে যাও মানবজাতি
অথবা তুমি বিলুপ্ত,
বদলে যাও মানবজাতি
অথবা তুমি বিলুপ্ত।
ভালো খারাপের দলাদলিতে
ধরিত্রী আজ ক্ষুব্ধ,
মানব সভ্যতার ইতিহাস তাই
ইতি টানতে বাধ্য।
সৃষ্টির যদি শ্রেষ্ঠ জীব যদি হয়ে থাকো
শ্রেষ্ঠত্বের প্রমান কিসের অর্জন,
অদৃশ্য পরজীবী আমাকে নয়
তোমার রিপুর দমন প্রয়োজন।
অদৃশ্য পরজীবি বিদায় নেবে সত্তর
পৃথিবী থাকবে তবু ক্ষুব্ধ,
বদলে যাও মানবজাতি
অথবা তুমি বিলুপ্ত,
বদলে যাও মানবজাতি
অথবা তুমি বিলুপ্ত ..
Odrissho Porojibi In English
Gogon bidari chitkare amar
Karo ghum vange na
Prohoshoner dhoradhame
Ami karo korunar patro na
Nijeke mohan protisthito korar doure
Monthor goti amar
Ami jani ami ke
Odrissho porojibi biday nebe sottor
Prithibi thakbe tobu khubddho
Bodle jao manobjaati
Othoba tumi bilupto
Odrissho Porojibi Song Details
- Song : Odrissho Porojibi
- Singer : Tahsan
- Music : Sajid Sarker
- Tune : Tahsan & Sajid Sarker
- Lyrics : Tahsan Khan
- Label : Cd Choice
Tags:
Lyrics