হ্যালো বন্ধুরা আজকে আমরা এই পোস্টটি থেকে Onagoto Lyrics (অনাগত) লিরিক্সটি পড়বো। অনেকে অনেকদিন ধরে আমাকে এই গানটির লিরিক্সর জন্য ম্যাসাজ করতেছিলেন। তাই আজকে আপনাদের জন্য এই লিরিক্সটি নিয়ে আসলাম।
Onagoto Lyrics In Bengali
ভাবছি এবার বাঁচবো আবার নতুন করে
স্বপ্নগুলো বেচবো না আর জলের দরে,
কে ছিল আর কে হারাবার হিসেব কষে
দাঁত দিয়ে আর কাটবো না নখ মুদ্রাদোষে।
আমার ইচ্ছেগাড়ি চলবে না আর
তোমার ইচ্ছেমতো,
তুমি ভালো থেকো সুখে থেকো
থেকো অনাগত।
সাজবে এবার মনের বাড়ি
সাজবে আকাশ নীলে,
কাটবে না ক্ষণ অপেক্ষার
পেন্ডুলামে দুলে।
আজ নতুন দিনের সম্ভাবনায়
হারাক দিন বিগত,
আজ হেরে যাবার ভয়ে আমার
নেই পালাবার ছুঁতো।
আমার ইচ্ছেগাড়ি চলবে না আর
তোমার ইচ্ছেমতো,
তুমি ভালো থেকো সুখে থেকো
থেকো অনাগত।
হাজার কূলে মন ভেড়ালে
কোন খেয়ালে বলো,
দিনশেষে ঘরজুড়ে তোমার
দুঃখ নেমে এলো।
আজ নতুন দিনের সম্ভাবনায়
হারাক দিন বিগত,
আজ হেরে যাবার ভয়ে আমার
নেই পালাবার ছুতো।
আমার ইচ্ছেগাড়ি চলবে না আর
তোমার ইচ্ছেমতো,
তুমি ভালো থেকো সুখে থেকো
থেকো অনাগত।
Onagoto In English
Bhabchi ebar bachbo ebar notun kore
Shopno gulo becgbo na aar joler dore
Ke chilo aar ke harabar hiseb koshe
Dath diye aar katbona nokh mudradoshe
Amar icche gari cholbe na aar
Tomar icche moto
Tumi valo theko sukhe theko
Theko onagoto
Onagoto Song Details
- Song : Onagoto
- Singer : Rehaan Rasul
- Compositions : Joy Shahriar
- Lyrics : Maruf Hasan
- Music Arrangements : JS & Co
- Sound Design : Forhad
- Production : Aajob Karkhana
- Label : Aajob Records
Tags:
Lyrics