হ্যালো বন্ধুরা আজকে আমরা এই পোস্টটি থেকে Sandhya Belay Tumi Ami Lyrics (সন্ধ্যা বেলায় তুমি আমি) লিরিক্সটি পড়বো। অনেকে অনেকদিন ধরে আমাকে এই গানটির লিরিক্সর জন্য ম্যাসাজ করতেছিলেন। তাই আজকে আপনাদের জন্য এই লিরিক্সটি নিয়ে আসলাম।
Sandhya Belay Tumi Ami Lyrics In Bengali
সন্ধ্যা বেলায়, তুমি আমি বসে আছি দুজনে
তুমি বলবে, আমি শুনবো, তুমি বলবে
আমি শুনবো শুনবো, তুমি বলবে।
সন্ধ্যাবেলায়, তুমি আমি বসে আছি দুজনে
তুমি বলবে, আমি শুনবো, তুমি বলবে
আমি শুনবো, তুমি বলবে।।
ঝিরি ঝিরি বাতাসে, দূরে ওই আকাশে
ডানা মেলে উড়ে চলি চলনা,
আর কিছু জানিনা, কোনো বাধা মানি না
যা বলিতে চাও তুমি বলোনা।
হাঁ, ঝিরি ঝিরি বাতাসে, দূরে ওই আকাশে
ডানা মেলে উড়ে চলি, চলনা,
আর কিছু জানিনা, কোনো বাধা মানিনা
যা বলিতে চাও তুমি বলোনা।
তুমি শুনবে .. আমি বলবো ও ও..
সন্ধ্যাবেলায় তুমি আমি বসে আছি দুজনে
তুমি বলবে, আমি শুনবো তুমি বলবে
আমি শুনবো, শুনবো, তুমি বলবে।।
তুমি ছাড়া যেন গো ভাল যে লাগেনা
ছলছল চোখে হাসি আসে না,
আমি নেই আমাতে, তুমি নেই তোমাতে
আর কিছু মন ভালবাসেনা।
হাঁ, তুমি ছাড়া যেন গো ভাল যে লাগেনা
ছলছল চোখে হাসি আসেনা,
আমি নেই আমাতে, তুমি নেই তোমাতে
আর কিছু মন ভালবাসেনা।
তুমি বলবে, ভালবাসবো
সন্ধ্যাবেলায় তুমি আমি বসে আছি দুজনে
তুমি বলবে, আমি শুনব তুমি বলবে
আমি শুনব, শুনব তুমি বলবে,
সন্ধ্যাবেলায় ..
Sandhya Belay Tumi Ami In English
Sandhya Belay Tumi Ami Bose Achi Dujone
Tumi bolbe ami shunbo tumi bolbe
Ami shunbo shunbo tumi bolbe
Jhiri jhiri batase dure oi akashe
Daana mele ure choli cholona
Aar kichu janina kono badha mani na
Ja bolite chao tumi bolona
Tumi chara jeno go bhalo je lagena
Cholocholo chokhe hasi ashe na
Ami nei amate tumi nei tomate
Aar kichu mon valobashe na
Tumi bolbe valobashbo
Sandhyabelay Tumi Ami Bose Achi Dujone
Tumi bolbe ami sunbo tumi bolbe
Sandhya Belay Tumi Ami Song Details
- Song : Sandhya Belay Tumi Ami
- Singer : Asha Bhosle
- Music : R.D.Burman
- Lyrics : Swapan Chakraborty
- Label : Saregama India Ltd
Tags:
Lyrics