হ্যালো বন্ধুরা আজকে আমরা এই পোস্টটি থেকে Tui Keno Chaira Geli Lyrics (তুই কেন ছাইড়া গেলি) লিরিক্সটি পড়বো। অনেকে অনেকদিন ধরে আমাকে এই গানটির লিরিক্সর জন্য ম্যাসাজ করতেছিলেন। তাই আজকে আপনাদের জন্য এই লিরিক্সটি নিয়ে আসলাম।
Tui Keno Chaira Geli Lyrics In Bengali
জীবন ভরে বাসলাম ভালো
বন্ধু শুধু তোরে,
তুই কেন ছাইড়া গেলি
একলা আমায় করে ?
অন্যের হাতে রাখলি হাত
ভাবলি না একবার,
তুই বিনে আমার জীবন
হইল রে চুরমার।
জীবন ভরে বাসলাম ভাল
বন্ধু শুধু তোরে,
তুই কেন ছাইড়া গেলি
একলা আমায় করে?
আমার কোলে রাইখা মাথা
দেখাইতিস স্বপন,
তোর চোখেতে চোখ রাইখা
ভাবতাম তুই আপন।
কোথায় গেল সেই দিনেরই
আদরমাখা কথা?
ঠিকই তুই ছাইড়া গেলি
দিলি আমায় ব্যেথা।
অন্যের হাতে রাখলি হাত
ভাবলি না একবার,
তুই বিনে আমার জীবন
হইল রে চুরমার।
জীবন ভরে বাসলাম ভালো
বন্ধু শুধু তোরে,
তুই কেন ছাইড়া গেলি
একলা আমায় করে?
আগুন জ্বলে বুকের ভেতর
বোঝেনা তো কেউ,
জ্বইলা মরি আপন জ্বালায়
দুই চোখেতে ঢেউ।
খুঁজে বেড়াই তোকে আমি
বেপরোয়া হয়ে,
আমার মধ্যে নাইরে আমি
দুঃখ গেছে সয়ে।
অন্যের হাতে রাখলি হাত
ভাবলি না একবার,
তুই বিনে আমার জীবন
হইল রে চুরমার।
জীবন ভরে বাসলাম ভালো
বন্ধু শুধু তোরে,
তুই কেন ছাইড়া গেলি
একলা আমায় করে?
Tui Keno Chaira Geli In English
Jibon bhore bashlam valo
Bondhu shudhu tore
Tui Keno Chaira Geli
Ekla amay kore
Onner haate rakhli haat
Vabli na ekbar
Tui bine amar jibon
Hoilo re churmar
Amar kole raikha matha
Dekhaitis shopon
Tor chokhete chokh raikha
Vabtam tui apon
Kothay gelo sei dineri
Adormakha kotha
Thiki tui chaira geli
Dili amay beytha
Jibon bhore bashlam bhalo
Bandhu shudhu tore
Tui Keno Chaira Geli Song Details
- Song : Tui Keno Chaira Geli
- Singer : Baul Sukumar
- Music : Ankur Mahamud
- Lyrics : Anupam Biswas
- Tune : Ehsan Rahi
- Story & Directed by : Eagle Team
- DoP : Rajon Romm
- Edit : Imratul Islam
- Color : Shamim Hossain
- Story: Eagle Team
- Label : Eagle Music
Tags:
Lyrics