হ্যালো বন্ধুরা আজকে আমরা এই পোস্টটি থেকে Aami Aachhi Lyrics (আমি আছি) লিরিক্সটি পড়বো। অনেকে অনেকদিন ধরে আমাকে এই গানটির লিরিক্সর জন্য ম্যাসাজ করতেছিলেন। তাই আজকে আপনাদের জন্য এই লিরিক্সটি নিয়ে আসলাম।
Aami Aachhi Lyrics In Bengali
আমি আছি, আমি আছি
কেন আড়াল করতে চাও?
তোমার পাকস্থলীর ভেতর
আমায় খাবার করে নাও ..
আমি আছি, আমি আছি
হে.. কেন হঠাৎ ভুলতে চাও?
তোমার রাত জাগা কবিতার
অন্ত্যমিলে আমায় পাও..
জানি তোমার চোখে আমার আঙ্গুল
তোমার কথায় হাজারটা ভুল,
ধরতে আমি চাইনা, ধরতে হয়।
এখনো তুমি আমায় চিনতে চাও না
এখনো তোমার বাক্স ভরা ভয়,
এখনো তুমি অস্বীকারে বন্দী
জানো না তুমি নিজের পরিচয়।
আমি আছি, আমি আছি
তোমার মোড়ের মাথার গান,
এ হে,
তোমার খুনোখুনির গলি
তোমার থেঁতলে যাওয়া প্রাণ।
আমি আছি, আমি আছি
তোমার প্রতিশোধের ভ্রুন,
তোমার শেষেও আমি থাকবো
তোমার চিতাতে আগুন।
জানি তোমার চোখে আমার আঙুল
তোমার কথায় হাজারটা ভুল,
ধরতে আমি চাই না, ধরতে হয়।
এখনও তুমি আমায় চিনতে চাও না
এখনও তোমার বাক্স ভরা ভয়,
এখনও তুমি অস্বীকারে বন্দী
জানো না তুমি নিজের পরিচয়।
Aami Aachhi In English
Ami achi aami achi
Keno aral korte chao
Tomar pakostholir bhetor
Amay khabar kore nao
Aami Aachhi, Aami Aachhi
Keno hotath bhulte chao
Tomar raat jaga kobitar
Antomile amay pao
Aami Aachhi Song Details
- Song : Aami Aachhi
- Movie : Dwitiyo Purush
- Singer : Rupam Islam
- Music & Lyrics : Anupam Roy
- Arragment and Guitar : Anupam Roy
- Director : Srijit Mukherji
- Cinematographer : Soumik Haldar
- Presenters : Shrikant Mohta & Mahendra Soni
- Produced By : SVF Entertainment Pvt. Ltd
Tags:
Lyrics