হ্যালো বন্ধুরা আজকে আমরা এই পোস্টটি থেকে Aami Naari Ajker Naari Lyrics (আমি নারী আজকের নারী) লিরিক্সটি পড়বো। অনেকে অনেকদিন ধরে আমাকে এই গানটির লিরিক্সর জন্য ম্যাসাজ করতেছিলেন। তাই আজকে আপনাদের জন্য এই লিরিক্সটি নিয়ে আসলাম।
Aami Naari Ajker Naari Lyrics In Bengali
আঁধার ঘর আলো করে এসেছি বিষ্ময়
ভীরু চোখে স্বাগত হবার আশা নিশ্চয়,
নিন্দা আর নিশিরাত নয় তার জন্য
বিশ্ব যেন তারই ছাড়া হবে না তো পূর্ণ।
খুলতে দাও রুদ্ধ দ্বার
সুস্বাস্থ সুশিক্ষা সম-অধিকার,
খুলতে দাও রুদ্ধ দ্বার
সুস্বাস্থ সুশিক্ষা সম-অধিকার।।
হবোনা বড়ো অনাদরে
চাই ভালোবাসা আঁচল ভরে,
জানতে চাই, লড়তে চাই
বাঁচতে চাই নিয়ে নিজ-পরিচয়,
জানতে চাই, লড়তে চাই
বাঁচতে চাই নিয়ে নিজ-পরিচয়।
জয়া জননী কন্যা বন্ধু
উর্ধে সামিল আমি স্বপ্নচারী
আমি দিগ্বিজয় করতে পারি,
আমি নারী, আজকের নারী
হ্যাঁ আমি নারী, আজকের নারী।।
লক্ষ্য রবে সমুখে মুক্তি শিক্ষায়
নিজের পথ গড়বো আপন প্রচেষ্টায়,
উন্মুক্ত আজ বিশ্বের দ্বার আমার জন্য
হবো কেন?
শিকারী চোখের কোনো পণ্য।
কর্ম সংসারে সম-অবদান
নারী পুরুষের অধিকার সমান,
কর্ম সংসারে সম-অবদান
নারী পুরুষের অধিকার সমান।।
এই ছোট যারা যত্ন চায়
কাল মিলবো রং পাতায় পাতায়,
জানতে চাই, লড়তে চাই
বাঁচতে চাই নিয়ে নিজ-পরিচয়,
জানতে চাই, লড়তে চাই
বাঁচতে চাই নিয়ে নিজ-পরিচয়।
বিশাল মমতার এই আমাকে
একের অধিক প্রাণ ধরতে পারি
সুস্থ সুন্দর আগামীর দিশারী..
আমি নারী, আজকের নারী
হ্যাঁ আমি নারী, আজকের নারী
আমি নারী, আগামীর নারী ..
Aami Naari Ajker Naari In English
Andhar ghor aalo koe esechi bishoy
Bhiru chokhe swagata hobar asha nishchoy
Ninda aar nishiraat noy tar jonno
Bissho jeno tari chara hobena na to purno
Khulte dao ruddho dwar
Susastho sushikkha somo adhikar
Hobona boro anadore
Chai valobasha anchol bhore
Jante chai lorte chai
Banche chai niye nij porichoy
Jaya janani konna bondhu
Urdhe samil ami shopnochari
Ami digbijoy korte pari
Ami nari aajker nari
Aami Naari Ajker Naari Song Details
- Artist : Rozana Azad & Nafisa Azad
- Lyrics & Tune : Romana Azad
- Music Arrangement : Bappa Mazumder
- Dance : Farhana Aktar Baby
- Director : Anonna Ruma
Tags:
Lyrics