হ্যালো বন্ধুরা আজকে আমরা এই পোস্টটি থেকে Amar Hridoytake Ningre Dekho Lyrics (আমার হৃদয়টা কে নিংড়ে দেখো) লিরিক্সটি পড়বো। অনেকে অনেকদিন ধরে আমাকে এই গানটির লিরিক্সর জন্য ম্যাসাজ করতেছিলেন। তাই আজকে আপনাদের জন্য এই লিরিক্সটি নিয়ে আসলাম।
Amar Hridoytake Ningre Dekho Lyrics In Bengali
শিরায় শিরায় বইছে মায়া
করছে ভীষণ ভিড়,
সদ্য ফোটা ফুলের ওপর
এক ফোটা শিশির।
ঠিক যতটা হাওয়া পেলে
করে টলমল,
আমার হৃদয়টা কে নিংড়ে দেখো
ঠিক ততোটাই করছে ঝলমল।
ফাগুনের এই সন্ধ্যে রাতে
হাতে রাখো হাত,
কাঁচা ফুলের গন্ধে মেখে
কাটুক না এই রাত।
দিন পনেরো পরের কোনো
সন্ধ্যা তারা,
পূর্ণিমারই চাঁদের আলোয়
পড়বে ধরা।
ঠিক যতটা আলো পেলে
করবে টলমল,
আমার হৃদয়টাকে নিংড়ে দেখো
ঠিক ততোটাই করছে ঝলমল।
আঙুল ছোঁয়া নিঃশ্বাসের রং
ভীষণ রকম জ্বর,
সেই অসুখে আহত হয়
এ গোটা শহর।
খুনসুটি, আর পাগলামিতে
করবে অভিমান,
চোখের জলে আঁকবো ছবি
মুছবো দুঃখের ঘ্রান।
ঠিক যতটা কান্না পেলে
করবে টলমল,
আমার হৃদয় টাকে নিংড়ে দেখো
ঠিক ততোটাই করছে ঝলমল,
তোমার ভালোবাসায় হৃদয় আমার
খুব করে আজ করছে ঝলমল।
Amar Hridoytake Ningre Dekho In English
Shiray shiray boiche maya
Korche vishon bhir
Soddo fota fuler opor
Ek fota shishir
Thik jotota hawa pele
Kore tolmol
Amar hridoy ta ke ningre dekho
Thik tototai korche jholmol
Amar Hridoytake Ningre Dekho Song Details
- Song : Amar Hridoytake Ningre Dekho
- Vocal, Lyrics & Tune : Saif Zohan
- Music : R Joy
- Artwork : Rifat Sany
- Lyrical Video : Saif Zohan
Tags:
Lyrics