হ্যালো বন্ধুরা আজকে আমরা এই পোস্টটি থেকে Ami Amari Moto Lyrics (আমি আমারই মতো) লিরিক্সটি পড়বো। অনেকে অনেকদিন ধরে আমাকে এই গানটির লিরিক্সর জন্য ম্যাসাজ করতেছিলেন। তাই আজকে আপনাদের জন্য এই লিরিক্সটি নিয়ে আসলাম।
Ami Amari Moto Lyrics In Bengali
কিছু ভুল যায়না বোঝা কাছ থেকে
কিছু ভুল শেকড় ছড়ায় ধীরে ধীরে
আমরা হেরে যাই নিজের কাছে।
ও ও...
কিছু ভুল যায়না দেখা
কিছু ভুল আসেনা সংজ্ঞায়,
আমি আমারই মতো
ভাবিনি কারো কথা।
ভেবোনা কিছুই ছোঁয়নি আমাকে
ভেবোনা শেকড় ভাঙেনি মাটি।
তবে কিসের অপেক্ষা
কিছু বদলে যেতনা,
আমি আমারই মতো
কিছু বদলে যেতনা।
আমরা পারিনা বদলাতে
অথবা দূরে সরে যেতে নিজের থেকে,
তবে কেন এই চেষ্টা, শুধুই ব্যার্থতা
বিপরীত গল্প থাকুক তারই মতো।
ও ও...
তবে কিসের অপেক্ষা
কিছু বদলে যেতনা,
আমি আমারই মতো
ভাবিনি কারো কথা।
Ami Amari Moto In English
Kichu bhul jayna bojha kach theke
Kichu bhul shekor choray dhire dhire
Amra here jai nijer kache
Kichu bhul jayna dekha
Kichu bhul ashena songay
Ami amari moto vabini karo kotha
Ami Amari Moto Song Details
- Song : Ami Amari Moto
- Band Name : Arbovirus
- Vocal : Sufi Maverick
- Guitars & Backing Vocals : Suharto Sherif
- Guitars : Asif Asgar Ranjan
- Bass : Aldnane Alam
- Drums & Backing Vocals : Nafeez Al Amin
- Recorded at : Acoustic Artz & and Studio Hotbox
- Produced by : GP MUSIC
- Director & Editor : Marib Alam
- Cinematography : Tahsin Rahman
Tags:
Lyrics