হ্যালো বন্ধুরা আজকে আমরা এই পোস্টটি থেকে Bokhate Lyrics (বখাটে) লিরিক্সটি পড়বো। অনেকে অনেকদিন ধরে আমাকে এই গানটির লিরিক্সর জন্য ম্যাসাজ করতেছিলেন। তাই আজকে আপনাদের জন্য এই লিরিক্সটি নিয়ে আসলাম।
Bokhate Lyrics In Bengali
আঁচল দিয়া ঢাইকা রাইখো
দেখবো নাতো মুখ তোমার,
জল ভরা চোখে কান্না
আজও ভাসে চোখে আমার।
আঁচল দিয়া ঢাইকা রাইখো
দেখবো নাতো মুখ তোমার,
জল ভরা চোখে কান্না
আজও ভাসে চোখে আমার।
শূন্য আকাশে ওরে তোমার কালো চুল
ঠিক তখনই বলেছিলে ভালোবাসি তোমায়।
এখন রাঙা ঠোঁটে বলে পাগল
যাওনা আমায় ভুলিয়া,
বখাটে বলিয়া মেয়ে গেল আমায় ছাড়িয়া,
রাঙা ঠোঁটে বলে পাগল
যাওনা আমায় ভুলিয়া
বখাটে বলিয়া মেয়ে গেল আমায় ছাড়িয়া।
কত স্বপ্ন সাজিয়েছি ছোট্ট মনের ঘরে
সব কিছু আজ ভেঙে গেলো
কাল বৈশাখী ঝড়ে।
কালো কাজল চোখে আকাশ
দেখবো বলে আবার,
আজও পথো ছেয়ে বসে আছি
তোমার প্রতীক্ষায়।
এখন রাঙা ঠোঁটে বলে পাগল
যাওনা আমায় ভুলিয়া,
বখাটে বলিয়া মেয়ে গেল আমায় ছাড়িয়া,
রাঙা ঠোঁটে বলে পাগল
যাওনা আমায় ভুলিয়া
বখাটে বলিয়া মেয়ে গেল আমায় ছাড়িয়া।
দূর থেকে ভালোবেসে যাবো
বলবনা কখনও আর,
ঘুমের ঘোরে তোমার ছবি ভেসে ওঠে বারবার।
লাল-নীল শাড়ি পরে জ্বলে ওঠো বারান্দায়
দেখ চেয়ে আমি দাড়িয়ে ভালোবাসি তোমায়।
এখন রাঙা ঠোঁটে বলে পাগল
যাওনা আমায় ভুলিয়া,
বখাটে বলিয়া মেয়ে গেল আমায় ছাড়িয়া,
রাঙা ঠোঁটে বলে পাগল
যাওনা আমায় ভুলিয়া
বখাটে বলিয়া মেয়ে গেল আমায় ছাড়িয়া।
আঁচল দিয়া ঢাইকা রাইখো
দেখবো নাতো মুখ তোমার,
জল ভরা চোখে কান্না
আজও ভাসে চোখে আমার।
Bokhate In English
Achol diya dhaika raikho
Dekhbo na to mukh tomar
Jol bhora chokhe kanna
Aajo bhase chokhe amar
Shunno akashe orey tomar kalo chul
Thik tokhoni bolechile valobashi tomay
Ekhon ranga thote bole pagol
Jaona amay bhuliya
Bokhate boliya meye gelo amay chariya
Bokhate Song Details
- Song : Bokhate
- Singer : Imran Hossen Emu
- Music : Ankur Mahamud
- Lyrics : Rafej Hossain Habibullah
- Tune : Rafej Hossain Habibullah & Ankur Mahamud
- Band : Charpoka
- Story & Directed by : Eagle Team
- DOP : Rajon Hossain Romm
- Edit : Imratul Islam
- Label : Eagle Music
Tags:
Lyrics