হ্যালো বন্ধুরা আজকে আমরা এই পোস্টটি থেকে Bol K Jane Lyrics (বল কে জানে) লিরিক্সটি পড়বো। অনেকে অনেকদিন ধরে আমাকে এই গানটির লিরিক্সর জন্য ম্যাসাজ করতেছিলেন। তাই আজকে আপনাদের জন্য এই লিরিক্সটি নিয়ে আসলাম।
Bol K Jane Lyrics In Bengali
যতটুকু ভেবেছিলাম দেবো তোমায়
তার চেয়েও বেশি পেয়ে সুখী আমি,
কি শিহরণ ওই চোখে
প্রতিটি প্রহর তোমার হাসিতে ডুবে থাকি,
আমি খুঁজেছি আর বুঝেছি বেঁচে থাকার মানে
আমার চাওয়া পাওয়া তোমার চেয়ে
বেশি ভালো কে জানে,
বল কে জানে? বল কে জানে?
স্বপ্নবিভোর ঘুম কাতুরে তুমি জড়িয়ে
ঘুম ভেঙ্গে তাই, চোখে মেলে চাই,
দেখি তুমি দাঁড়িয়ে।
ইচ্ছে গুলো জড়োসড়ো আমার গোছালো
তোমার নামে সবটা শুরু, আমায় সাজালো।
আমি খুঁজেছি আর বুঝেছি বেঁচে থাকার মানে
আমার চাওয়া পাওয়া তোমার চেয়ে
বেশি ভালো কে জানে,
বল কে জানে? বল কে জানে?
Bol K Jane In English
Jototuku vebechilam debo tomay
Tar cheyeo beshi peyeo sukhi ami
Ki shihoron oi chokhe
Protiti prohor tomar hasite dube thaki
Ami khujechi aar bujhechi
Benche thakar maane
Amar chaowa paowa tomar cheye
Beshi valo ke jane bol ke jane?
Bol K Jane Song Details
- Song : Bol K Jane
- Drama : Bou Tumi Emon Ken
- Vocal, Tune & Music : Arpan Karmakar
- Lyrics : Md Mehedi Hasan Jony
- Script & Direction : Mehedi Hasan Jony
- Dop : Nayem Fuad
- Powered by : Goaldmark Pops Biscuit
- Producer : Sultan Mahmood Babul
- Label : Soundtek
Tags:
Lyrics