হ্যালো বন্ধুরা আজকে আমরা এই পোস্টটি থেকে Chhoya Chhuyi Lyrics (ছোঁয়া ছুঁই) লিরিক্সটি পড়বো। অনেকে অনেকদিন ধরে আমাকে এই গানটির লিরিক্সর জন্য ম্যাসাজ করতেছিলেন। তাই আজকে আপনাদের জন্য এই লিরিক্সটি নিয়ে আসলাম।
Chhoya Chhuyi Lyrics In Bengali
অজানা কোনো স্বপ্নে নিরালায়
তোর পায়ে পা মেলায়,
ভেবেছি কত গল্প কবিতায়
ভাসি মেঘেরই দোলায়।
তোর সুরে বাঁচে গান
ভেঙে দিলো অভিমান..
ছোঁয়া ছুঁই এই অবেলায়
আজ রাখবো হাত তোর পাশে,
ইচ্ছে ঘুড়ি, দিচ্ছে পাড়ি
শোন আছে মন তোর পাশে।
মন কে বোঝালো
করে যাচ্ছে খুনসুটি,
বল কে শেখালো
সব গল্পেরা পাচ্ছে ছুটি।
তোর সুরে বাঁচে গান
ভেঙ্গে দিলো অভিমান..
ছোঁয়া ছুঁই এই অবেলায়
আজ রাখবো হাত তোর পাশে,
ইচ্ছে ঘুড়ি, দিচ্ছে পাড়ি
শোন আছে মন তোর পাশে।
আয় চল হারাবো
কোনো দূরে অচিন পাড়ায় ,
তোর নাম লেখাবো
ডেকে যাবো চুপিশারায়।
তোর সুরে বাঁচে গান
ভেঙ্গে দিলো অভিমান..
ছোঁয়া ছুঁই এই অবেলায়
আজ রাখবো হাত তোর পাশে,
ইচ্ছে ঘুড়ি, দিচ্ছে পাড়ি
শোন আছে মন তোর পাশে।
Chhoya Chhuyi In English
Ojana kono shopne niralay
Tor paaye paa melay
Vebechi koto golpo kobitay
Vasi megheri dolay
Tor sure banche gaan
Venge dilo obhiman
Chowa chuyi ei obelay
Aaj rakhbo tor pashe
Icche ghuri dicche pari
Shon ache mon tor pashe
Chhoya Chhuyi Song Details
- Song : Chhoya Chhuyi
- Movie : Jio Jamai
- Singers : Armaan Malik & Debanjali B Joshi
- Music : Dev Sen
- Lyrics : Rivo
- Director : Nehal Dutta
- Producer : Joydeb Mondal
- Production House : Jyoti Production, Kolkata
- Music on : Zee Music Company
Tags:
Lyrics