হ্যালো বন্ধুরা আজকে আমরা এই পোস্টটি থেকে Ekkhan Pan Chailam Lyrics (একখান পান চাইলাম) লিরিক্সটি পড়বো। অনেকে অনেকদিন ধরে আমাকে এই গানটির লিরিক্সর জন্য ম্যাসাজ করতেছিলেন। তাই আজকে আপনাদের জন্য এই লিরিক্সটি নিয়ে আসলাম।
Ekkhan Pan Chailam Lyrics In Bengali
একখান পান চাইলাম পান দিলে না
তোমার সনে কিসের পিরীতি,
একখান পান চাইলাম পান দিলেনা
তোমার সনে কিসের পিরীতি,
এগো তোমার সনে কিসের পিরীতি,
এগো তোমার সনে কিসের পিরীতি
পিরীতি গো তোমার সনে কিসের পিরীতি,
এক খান পান চাইলাম পান দিলে না
তোমার সনে কিসের পিরীতি।।
আমি প্রেম করবো না তারও সনে
যে জন প্রেমের ভাব না জানে
সেই প্রেমেতে হয় না বসতি।
এগো সেই প্রেমেতে হয় না বসতি,
এগো সেই প্রেমেতে হয় না বসতি
বসতি গো তোমার সনে কিসের পিরীতি,
এক খান পান চাইলাম পান দিলে না
তোমার সনে কিসের পিরীতি।।
আমার প্রেম করিয়া হইলো জ্বালা
না করছে জন আছে ভালা
প্রেমের বুঝি এমনই রীতি।
এগো প্রেমের বুঝি এমনই রীতি,
এগো প্রেমের বুঝি এমনই রীতি
রীতি গো তোমার সনে কিসের পিরীতি,
একখান পান চাইলাম পান দিলে না
তোমার সনে কিসের পিরীতি।।
দ্বীন রামকানাই এ বলে সুজনে সুজনে মিলে
প্রেম করলে হয় না দুর্গতি,
এগো মরণে হয় সঙ্গেরো সাথী,
এগো মরণে হয় সঙ্গেরো সাথী
সাথী গো তোমার সনে কিসের পিরীতি,
এক খান পান চাইলাম পান দিলেনা
তোমার সনে কিসের পিরীতি,
এগো তোমার সনে কিসের পিরীতি,
এগো তোমার সনে কিসের পিরীতি
পিরীতি গো তোমার সনে কিসের পিরীতি,
একখান পান চাইলাম পান দিলেনা
তোমার সনে কিসের পিরীতি ..
Ekkhan Pan Chailam In English
EkKhan Pan Chailam Pan Dile Nah
Tomar sone kiser piriti
Ego tomar sone kiser piriti
Ami prem korbo na taaro sone
Je jon premer bhab na jaane
Sei premete hoy na bosoti
Amar prem koriya hoilo jwala
Na korche jon ache bhala
Premer bujhi emoni riti
Din ramkanai e bole sujone sujone mile
Prem korle hoy na durgoti
Ego morone hoy songero sathi
Ekkhan Pan Chailam Song Details
- Song : Ekkhan Pan Chailam
- Singer : Laila
- Lyrics & Tune : Pandit Ramkanai Das
- Music : Jk Majlish
- DOP : Sheul Babu
- Edit : Nazrul Islam
- Color : S M Tushar
- Label : Soundtek
Tags:
Lyrics