হ্যালো বন্ধুরা আজকে আমরা এই পোস্টটি থেকে Haowa Megh Saraye Lyrics (হাওয়া মেঘ সরায়ে) লিরিক্সটি পড়বো। অনেকে অনেকদিন ধরে আমাকে এই গানটির লিরিক্সর জন্য ম্যাসাজ করতেছিলেন। তাই আজকে আপনাদের জন্য এই লিরিক্সটি নিয়ে আসলাম।
Haowa Megh Saraye Lyrics In Bengali
দুচোখে দেখিনা তোমায়
তবু আছো, তুমি আছো?
হাওয়া মেঘ সরায়ে, ফুল ঝরায়ে
ঝিরিঝিরি এলে বহিয়া,
হাওয়া মেঘ সরায়ে, ফুল ঝরায়ে
ঝিরিঝিরি এলে বহিয়া,
খুশিতে ভরেছে লগন
আজ ওঠে মন ভরিয়া।
হাওয়া মেঘ সরায়ে, ফুল ঝরায়ে
ঝিরিঝিরি এলে বহিয়া।
এতোদিন কোথায় ছিলে?
পথ ভুলে তুমি কি এলে।
প্রেমেরই কবিতা তুমি
শোনালে যে গান গাহিয়া,
কুহু কুহু কুহু ডাকে কোয়েলিয়া
ভালোবাসো যাও বলিয়া।
হাওয়া মেঘ সরায়ে, ফুল ঝরায়ে
ঝিরিঝিরি এলে বহিয়া।
তুমি এলে তাই ফোটে ফুল
তুমি এলে তাই ভাঙ্গে ভুল।
মন আজ কিছু মানে না
হৃদয় সাগর আকুল।
তুমি এলে প্রিয়ার বেশে
ভরে দিলে মন আবেশে,
দক্ষিণা বাতাস তুমি
জুড়ালে দহন হিয়া,
সুরে সুরে বেজে ওঠে বাঁশরিয়া
শুনে সব যাই ভুলিয়া।
হাওয়া মেঘ সরায়ে, ফুল ঝরায়ে
ঝিরিঝিরি এলে বহিয়া,
খুশিতে ভরেছে লগন
আজ ওঠে মন ভরিয়া।
হাওয়া ...
Haowa Megh Saraye In English
Hawa Megh Saraye Phul Jharaye
Jhiri jhiri ele bahiya
Khushite bhoreche logon
Aaj othey mon bhoriya
Hawa Megh Soraye Phul Jhoraye
Jhiri jhiri ele bohiya
Etodin kothay chile
Poth bhule tumi ki ele
Premeri kobita tumi
Shonale je gaan gahiya
Kuhu kuhu kuhu daake koyeliya
Valobasho jao boliya
Hawa Megh Saraye ful Jharaye
Haowa Megh Saraye Song Details
- Song : Haowa Megh Saraye Phul Jharaye
- Vocal & Music : Kishore Kumar
- Lyricist : Shibdas Banerjee
- Label : Saregama India Ltd
Tags:
Lyrics