হ্যালো বন্ধুরা আজকে আমরা এই পোস্টটি থেকে Harale Kothay Lyrics (হারালে কোথায়) লিরিক্সটি পড়বো। অনেকে অনেকদিন ধরে আমাকে এই গানটির লিরিক্সর জন্য ম্যাসাজ করতেছিলেন। তাই আজকে আপনাদের জন্য এই লিরিক্সটি নিয়ে আসলাম।
Harale Kothay Lyrics In Bengali
তুমি ছাড়া এই দিন
এই শহর যেন,
বড় ফাঁকা লাগে, তুমি কোথায়?
তুমি ছাড়া এই মন
এই জীবন আমার,
বড় একা লাগে, তুমি কোথায়?
শূণ্য, বিষন্ন তোমারই জন্য
সবই এলোমেলো, তুমি নাই ..
হারালে কোথায়, দূর অজানায়
খুঁজে যায় এ হৃদয় শুধু তোমায়,
আড়ালে থেকে দেখা দাও আমায়
তুমি হীন এই দিন কাটেনা আর।
তুমি ছাড়া এই দিন
এই শহর যেন,
বড় ফাঁকা লাগে, তুমি কোথায়?
কী যে করি হায়, সময় অসময়
সকল কাজে, মনের মাঝে
কী জানি কী যে খুঁজে ফিরি অযথাই।
ভুলে যাওয়া গান, গোপন অভিমান
দুঃখের কথা, চাপা ব্যথা
এসবই কেন যানি মনে পড়ে যায়।
আমার পৃথিবীর যা কিছু সবই
শূণ্যতায় হারায়,
তোমায় পাবোনা, এ দূর ভাবনা
ঘিরে ফেলে হতাশায়।
শূণ্য, বিষন্ন তোমারই জন্য
সবই এলোমেলো, তুমি নাই..
হারালে কোথায়, দূর অজানায়
খুঁজে যায় এ হৃদয় শুধু তোমায়,
আড়ালে থেকে দেখা দাও আমায়
তুমি হীন এই দিন কাটেনা আর।
তুমি ছাড়া এই দিন
এই শহর যেন,
বড় ফাঁকা লাগে তুমি কোথায়?
Harale Kothay In English
Tumi chara ei din
Ei shohor jeno
Boro faka lage, Tumi kothay?
Tumi chara ei mon,
Ei jibon amar
Boro eka lage, Tumi kothay?
Shunnyo bishonno tomari jonno
Sobi elomelo, Tumi nai
Harale Kothay dur ojanay
Khuje jaay ei hridoy shudhu tomay
Aral theke dekha dao amay
Tumi heen ei din katena aar
Ki je kori haay somoy osomoy
Sokol kaje moner majhe
Ki jani ki je khuje firi ojothai
Harale Kothay Song Details
- Song : Hariye Jawar Gaan
- Web Series : Paanch Phoron 2
- Singer : Akash Bhattacharyya
- Lyrics : Aditya Saha
- Composition : Riad Hasan
- Mix and Master : Amit Chatterjee
- Label : SVF Music
Tags:
Lyrics