হ্যালো বন্ধুরা আজকে আমরা এই পোস্টটি থেকে Hazar Tarar Aloy Bhora Lyrics (হাজার তারার আলোয় ভরা) লিরিক্সটি পড়বো। অনেকে অনেকদিন ধরে আমাকে এই গানটির লিরিক্সর জন্য ম্যাসাজ করতেছিলেন। তাই আজকে আপনাদের জন্য এই লিরিক্সটি নিয়ে আসলাম।
Hazar Tarar Aloy Bhora Lyrics In Bengali
হাজার তারার আলোয় ভরা
চোখের তারা তুই,
স্বপ্ন দিয়ে সাজাই তোকে
কান্না দিয়ে ধুই।
এমন নয়ন মণি ফেলে
কেমন করে যে যাই,
যে দিকে চাই সে দিকে আজ
আঁধার দেখি তাই।
এখন আমার এ পথ ছাড়া
আর তো নেই কিছুই,
স্বপ্ন দিয়ে সাজাই তোকে
কান্না দিয়ে ধুই।
কোথায় ছিলি কোথায় এলি
চাঁদের কণা তুই,
স্বপ্ন দিয়ে সাজাই তোকে
কান্না দিয়ে ধুই।
দূরে গেলে রয়ে যাবো
কাছে কাছে তোর,
আসব ফিরে নতুন হয়ে
রাত্রি হলে ভোর।
যাবার বেলায় কিছুই না পাই
প্রাণভরে শুধু ছুঁই,
স্বপ্ন দিয়ে সাজাই তোকে
কান্না দিয়ে ধুই।
হাজার তারার আলোয় ভরা
চোখের তারা তুই,
স্বপ্ন দিয়ে সাজাই তোকে
কান্না দিয়ে ধুই।
Hazar Tarar Aloy Bhora In English
Hajar tarar aloy vora
Chokher tara tui
Shopno diye sajai toke
Kanna diye dhui
Emon nayanmoni fele
Kemon kore je jai
Je dike chai sedike aaj
Andhar dekhi tai
Ekhon amar e potha chara
Aar to kichu nai
Hazar Tarar Aloy Bhora Song Details
- Song Name : Hazar Tarar Aloy Bhora
- Movie : Mother (1979)
- Singer : Lata Mangeshkar
- Music : Bireswar Sarkar
- Lyrics : Pulak Bandyopadhyay
- Director : Narayan Chakrabarty
- Label : INRECO Bangla Film Songs
Tags:
Lyrics