হ্যালো বন্ধুরা আজকে আমরা এই পোস্টটি থেকে Icche Lyrics (ইচ্ছে) লিরিক্সটি পড়বো। অনেকে অনেকদিন ধরে আমাকে এই গানটির লিরিক্সর জন্য ম্যাসাজ করতেছিলেন। তাই আজকে আপনাদের জন্য এই লিরিক্সটি নিয়ে আসলাম।
Icche Lyrics In Bengali
ইচ্ছে হলে ভালোবাসিস ইচ্ছে হলেই না
ইচ্ছে হলে শুধুই বলিস কিছুই শুনিস না।
তোর ইচ্ছে গুলো এমন কেন
আমায় বলে যা,
তোর ইচ্ছে গুলো একটু-আধটু
আমায় দিয়ে যা।
শুধু ভালোবেসে যা...
তোর ইচ্ছের ভিড়ে আছে কিনা জানি
কাছে আসা ভীষণ হাতছানি,
তোর ইচ্ছের নদী এঁকেবেঁকে চলে
অনিচ্ছের বৈঠা সঙ্গী করে।
তোর ইচ্ছে গুলো মেঘের মতো
বৃষ্টি হয়ে যা,
তোর ইচ্ছে গুলো খামখেয়ালি
আবেগ মেখে যা।
তোর ইচ্ছে গুলো এমন কেন
আমায় বলে যা,
তোর ইচ্ছে গুলো একটু-আধটু
আমায় দিয়ে যা।
শুধু ভালোবেসে যা ..
তোর ইচ্ছের ঘুমে আছে কিনা জানি
হুঁ.. স্বপ্ন বোনা রঙীন সুতো খানি,
তোর ইচ্ছের গল্প অল্প-সল্প জানি
আলো জুড়ে বায়নার কারসাজি।
তোর ইচ্ছে গুলো কাজল কালো
ছিপ ফেলে যা,
তোর ইচ্ছে গুলো মিথ্যে হলে
সুতো হয়ে যা।
তোর ইচ্ছে গুলো এমন কেন
আমায় বলে যা,
তোর ইচ্ছে গুলো একটু-আধটু
আমায় দিয়ে যা।
শুধু ভালোবেসে যা..
Icche In English
Icche hole bhalobasish icche holei na
Icche hole sudhui bolis kichui shunis na
Tor icche gulo emon keno
Amay bole ja
Toe icche gulo ektu adhtu
Amay diye ja
Shudhu valobeshe ja
Icche Song Details
- Song : Icche
- Singer : Hasan S. Iqbal & Dristy Anam
- Lyrics : Neel Mahabub
- Tune : Sharif Sumon and Syed Real
- Composition : Sharif Sumon & Rizvi Adit
- Direction & Cinematography : Parbot Raihan
- Editing : R.K. Shuvo
- Label : Sound Hacker
Tags:
Lyrics