হ্যালো বন্ধুরা আজকে আমরা এই পোস্টটি থেকে Jani Tumi Asbe Na Fire Lyrics (জানি তুমি আসবে না ফিরে) লিরিক্সটি পড়বো। অনেকে অনেকদিন ধরে আমাকে এই গানটির লিরিক্সর জন্য ম্যাসাজ করতেছিলেন। তাই আজকে আপনাদের জন্য এই লিরিক্সটি নিয়ে আসলাম।
Jani Tumi Asbe Na Fire Lyrics In Bengali
জানি তুমি আসবেনা ফিরে
বাসবেনা ভালো আমাকে,
জানি তুমি ভেঙেছো হৃদয়
সেই আশাতে দুঃখ চেপে রয়।
এ হৃদয়ে এত কাছে ছিলে তুমি
মনে কি পরে?
এ হৃদয়ে এত কাছে ছিলে তুমি
মনে কি পরে?
মনে কি পরে?
কত আপন তুমি ছিলে
কেন আমাকে কাঁদালে?
জানিনা কি অভিমানে
কেন চলে গেলে?
এ হৃদয়ে এত কাছে ছিলে তুমি
মনে কি পড়ে ?
এ হৃদয়ে এত কাছে ছিলে তুমি
মনে কি পড়ে ?
মনে কি পড়ে ?
জানি তুমি আসবেনা ফিরে
বাসবেনা ভালো আমাকে,
জানি তুমি ভেঙ্গেছো হৃদয়
সেই আশাতে দুঃখ চেপে রয়।
এ হৃদয়ে এত কাছে ছিলে তুমি
মনে কি পরে?
এ হৃদয়ে এত কাছে ছিলে তুমি
মনে কি পরে?
মনে কি পরে?
Jani Tumi Asbe Na Fire In English
Jani tumi asbena fire
Basbe na valo amake
Jani tumi vengecho hridoy
Sei ashate dukkho chepe roy
E hridoye eto kache chile tumi
Mone ki pore?
Koto apon tumi chile
Keno amake kadale
janina ki obhimane keno chole gele
Jani Tumi Asbe Na Fire Song Details
- Song : Jani Tumi Asbe Na Fire
- Album : Jani Tumi
- Singer : Shovon D'costa
- Music and Tune : Rakib Musabbir
- Directed by : Sahed
- Edit : Badsha Khan
- Production : SAD 69
- Label : Laser Vision
Tags:
Lyrics