Jekhane Lyrics | যেখানে লিরিক্স

হ্যালো বন্ধুরা আজকে আমরা এই পোস্টটি থেকে Jekhane Lyrics (যেখানে) লিরিক্সটি পড়বো। অনেকে অনেকদিন ধরে আমাকে এই গানটির লিরিক্সর জন্য ম্যাসাজ করতেছিলেন। তাই আজকে আপনাদের জন্য এই লিরিক্সটি নিয়ে আসলাম।

Jekhane Lyrics | যেখানে লিরিক্স

Jekhane Lyrics In Bengali

যেখানে খুঁজে বেড়াই
সেখানে দেখা হলো কোথায়,
যেখানে খুঁজে বেড়াই
সেখানে দেখা হলো কোথায়,
মাঝপথে দারুন হাওয়ায়
চমকে থাকা ধুলোর ছায়ায়,
অচেনা কোনো ভিড় ঠেলে
খুঁজে পাই সেই চেনা চোখ ..
এই আড়াল থেকে দেখে দেখে
লাগছে তোমায় ভীষণ আপন,
যেন জনম জনম এমন করে
চলছে এই মৌন আলাপন,
ভিড় ঠেলে।

জানি না কোন আলোয়
আর কতটা অপেক্ষার পর,
ধোঁয়া ওড়া চায়ের কাপে
কথা হবে আমাদের..
নয় আড়াল থেকে দূরে দূরে
খুব কাছাকাছি আমরা দু'জন,
দাও হাত বাড়িয়ে হাতটা ধরে
নাও আমায় করে তোমার আপন
নিবিড়ে।

যেখানে খুঁজে বেড়াই
সেখানে দেখা হলো কোথায়?

Jekhane In English

Jekhane khuje berai
Sekhane dekha holo kothay
Majhpothe darun haoway
Chomke thaka dhulor chayay
Ochena kono bhir thele
Khuje pai sei chena chokh
Ei aral theke dekhe dekhe
Lagche tomay vishon apon
Jeno jonom jonom emon kore
Cholche ei mouno alapon bhir thele

Jekhane Song Details

  • Song : Jekhane
  • Film : Unoponchash Batash
  • Singer : Somlata Acharyya Chowdhury
  • Lyric, Tune & Music : Masud Hasan Ujjal
  • Written and Directed by : Masud Hasan Ujjal
  • DOP : Ridoy Sarkar
  • Production : Red October
  • Editor : Ismail Hossain
  • Label : Anupam Movie Songs

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন