হ্যালো বন্ধুরা আজকে আমরা এই পোস্টটি থেকে Jhor Jani Theme Jabe Lyrics (ঝড় জানি থেমে যাবে) লিরিক্সটি পড়বো। অনেকে অনেকদিন ধরে আমাকে এই গানটির লিরিক্সর জন্য ম্যাসাজ করতেছিলেন। তাই আজকে আপনাদের জন্য এই লিরিক্সটি নিয়ে আসলাম।
Jhor Jani Theme Jabe Lyrics In Bengali
ঝড় জানি থেমে যাবে রাত ভোর হবে
বন্ধু আবার দেখা হবে,
পথ জানি শেষ হবে জয় হবেই হবে
বন্ধু আবার দেখা হবে।
প্রতিদিন এতো বাধা ভয়
মনে আছে এই প্রত্যয়,
করবো জয় নিশ্চয়..
ঝড় জানি থেমে যাবে রাত ভোর হবে
বন্ধু আবার দেখা হবে,
পথ জানি শেষ হবে জয় হবেই হবে
বন্ধু আবার দেখা হবে।।
এভাবে এগিয়ে যাবো, তোমাকে পথেই পাবো
হবে যে একটু দেরি, বন্ধু দাঁড়িয়ে থেকো।
জীবনে প্রাণের ছোঁয়া, এইতো অনেক পাওয়া
দেখবো আকাশ বাতাস
আর কি মনের চাওয়া।
প্রতিদিন এতো বাধা ভয়
মনে আছে এই প্রত্যয়,
করবো জয় নিশ্চয় ..
ঝড় জানি থেমে যাবে রাত ভোর হবে
বন্ধু আবার দেখা হবে,
পথ জানি শেষ হবে জয় হবেই হবে
বন্ধু আবার দেখা হবে।।
কতদিন হাসি মুখে, সয়েছি দুঃখের দিন
রয়েছি আশায় আশায় একদিন আসবে সুদিন,
আমি এক ভোরের পাখি, আনবো যে সূর্যদয়
খুলবে সুখের চাবি নেই আজ কোনো সংশয়।
প্রতিদিন এত বাধা ভয়
মনে আছে এই প্রত্যয়,
করবো জয় নিশ্চয় ..
ঝড় জানি থেমে যাবে রাত ভোর হবে
বন্ধু আবার দেখা হবে,
পথ জানি শেষ হবে জয় হবেই হবে
বন্ধু আবার দেখা হবে।।
Jhor Jani Theme Jabe In English
Jhor jani theme jabe raat bhor hobe
Bondhu abar dekha hobe
Poth jani shesh hobe joy hobei hobe
Bandhu abar dekha hobe
Protidin eto badha bhoy
Mone ache ei protoy
Korbo joy nishchoy..
Jhor Jani Theme Jabe Song Details
- Song : Jhor Jani Theme Jabe
- Singer : Lopamudra Mitra
- Music : Joy Sarkar
- Lyrics : Arindam Saha
- Programming : Somen Kutty Sarkar
- Backing vocals : Swagata Nag
- Editor : Hiranmay Biswas
- Graphics : Tamal Duary
- Label : Asha Audio
Tags:
Lyrics