হ্যালো বন্ধুরা আজকে আমরা এই পোস্টটি থেকে Jibon Zay Lyrics (জীবন যায়) লিরিক্সটি পড়বো। অনেকে অনেকদিন ধরে আমাকে এই গানটির লিরিক্সর জন্য ম্যাসাজ করতেছিলেন। তাই আজকে আপনাদের জন্য এই লিরিক্সটি নিয়ে আসলাম।
Jibon Zay Lyrics In Bengali
আমার উথালি-পাথালি মন
অথৈ জলে ডিঙ্গা বায়,
তোর তেতুল পাতার চিরল হাসি
মনে নোঙ্গর গাইরা যায়।
আমার ঘর ছাড়া রাখালি জীবন
ঘাটে মাঠে কাটে হায়,
তোর হিজল চোখের মায়ার টানে
রহন দূরে না যায়।
মনের গাঙে আলতা রাঙ্গা পা-ও ভিজাইলি
ঘোলা জলে চুইয়া চুইয়া প্রেম শিখাইলি,
এ জীবন যায়, এ জীবন যায়
এ জীবন যায় তোর আশায়..
আমার আনাড়ি খাঁচায় মন
সোহাগ দিয়ে লেইপা দিস,
মধু তোর বুকেরই পিঞ্জিরাতে
যত্নে তুলে রাখিস।
তোর মনের বৈঠা আমারে দিস
যাইমু বাইয়া উজান দেশ,
গইরা দিমু খোপার কাঁটা
তোর চুলে মানাইবো বেশ।
মনের গাঙে আলতা রাঙ্গা পা-ও ভিজাইলি
ঘোলা জলে চুইয়া চুইয়া প্রেম শিখাইলি,
এ জীবন যায়, এ জীবন যায়
হে জীবন যায় তোর আশায়..
আমার উথালি-পাথালি মন
অথৈ জলে ডিঙ্গা বায়,
তোর তেতুল পাতার চিরল হাসি
মনে নোঙ্গর গাইরা যায়।
আমার ঘর ছাড়া রাখালি জীবন
ঘাটে মাঠে কাটে হায়,
তোর হিজল চোখের মায়ার টানে
রহন দূরে না যায়।
Jibon Zay In English
Amar uthali pathali mon
Othoi jole dinga baay
Tor tetul patar chirol hasi
Mone nongor gaira jaay
Amar ghor chara rakhali jibon
Ghate-mathe kate haay
Tor hijol chokher mayar taane
Rohon dure na jaay
Moner gange alta ranga paao vijaili
Ghola jole chuiya chuiya prem sikhaili
E jibon jaay tor ashay
Jibon Zay Song Details
- Song : Jibon Zay
- Movie : Kathbirali
- Vocal & Music : Emon Chowdhury
- Lyrics : Al-Amin Hasan Nirjhar
- Directed by : Niamul Mukta
- Prisented by : Chilekotha Films
- Label : Jaaz Multimedia
Tags:
Lyrics