হ্যালো বন্ধুরা আজকে আমরা এই পোস্টটি থেকে Ke Bole Lyrics (কে বলে) লিরিক্সটি পড়বো। অনেকে অনেকদিন ধরে আমাকে এই গানটির লিরিক্সর জন্য ম্যাসাজ করতেছিলেন। তাই আজকে আপনাদের জন্য এই লিরিক্সটি নিয়ে আসলাম।
Ke Bole Lyrics In Bengali
কি হবে তারার পানে
চেয়ে খুঁজে ফেরা জীবনের মানে,
কি হবে আঁধারটাকে জড়িয়ে অভিমানে।
স্মৃতিরা পিছুটানে
পুরোনো কতো সুরে আর গানে,
কি হবে আর খুঁজে ভুল
জীবনের অভিধানে।
কে বলে,
কে বলে আমি ভালো নেই
এইতো আছি বেশ,
সুরে আছি গানে নেই
জীবনের মানে নেই,
পথ চাওয়া নিরুদ্দেশ।
ক্ষণিকেই আলো ক্ষণিকেই আঁধার
বেচেঁ নাও তবু ক্ষণিকেই বাঁচা,
কি হবে আর হিসেব কষে জীবনে অকারন।
ভেবো না মিছে একাই তুমি
স্বপ্ন গুলো আকাশচুমি,
আলো আর আঁধারে
কেটে যাবে তবু জীবন।
একে একে বেলা শেষে মেঘেরাও যায় ভেসে
পাখিরাও উড়ে উড়ে নীড়ে ফিরে যায়,
কেউ তবু কারো নয় সবই মিছে অভিনয়
ভালো থাকা না থাকা সবই মায়াময়।
কে বলে আমি ভালো নেই
এইতো আছি বেশ,
সুরে আছি গানে নেই
জীবনের মানে নেই,
পথ চাওয়া নিরুদ্দেশ।
Ke Bole In English
Ki hobe tarar paane
Cheye khuje phera jiboner maane
Ki hobe andharta ke joriye obhimaane
Smriti ra pichutaane
Purono koto sur aar gaane
Ki hobe aar khuje bhul
Jiboner obhidhane
Ke bole ami bhalo nei
Eito achi besh
Sure achi gane nei
Jiboner mane nei
Poth chaowa niruddesh
Ke Bole Song Details
- Song : Ke Bole
- Band : Apekkhik
- Vocal, Lyrics & Tune : Tanzir Ahmed Shuddho
- Keyboard : Lam Rahman
- Guitars : Avik Dominic & Joy Siddique
- Bass : Sadbee Bin Morshed
- Drums : Rahul Chakrabarty
- Direction : Prithwi Raj & Anik Sid
- Video Production : The Killnick Films
- DOP : Affan Aziz Pritul & Nirob Mahmudul
Tags:
Lyrics