হ্যালো বন্ধুরা আজকে আমরা এই পোস্টটি থেকে Khelicho E Bisso Loye Lyrics (খেলিছ এ বিশ্ব লয়ে) লিরিক্সটি পড়বো। অনেকে অনেকদিন ধরে আমাকে এই গানটির লিরিক্সর জন্য ম্যাসাজ করতেছিলেন। তাই আজকে আপনাদের জন্য এই লিরিক্সটি নিয়ে আসলাম।
Khelicho E Bisso Loye Lyrics In Bengali
খেলিছ, এ বিশ্ব লয়ে
বিরাট শিশু আনমনে,
খেলিছ, এ বিশ্বলয়ে
বিরাট শিশু আনমনে,
খেলিছ..
প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা
নিরজনে প্রভু নিরজনে,
খেলিছো, এ বিশ্ব লয়ে
বিরাট শিশু আনমনে
খেলিছো ..
শূণ্যে মহা আকাশে
তুমি মগ্ন লীলা বিলাসে,
শূণ্যে মহা আকাশে
তুমি মগ্ন লীলা বিলাসে,
ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে
নিরজনে প্রভু নিরজনে,
খেলিছ, এ বিশ্বলয়ে
বিরাট শিশু আনমনে,
খেলিছ ..
তারকা রবি শশী
খেলনা তব, হে উদাসী,
পড়িয়া আছে রাঙা
পায়েরও কাছে, রাশি রাশি।
নিত্য তুমি হে উদার
সুখে-দুঃখে অবিকার,
নিত্য তুমি হে উদার
সুখে-দুঃখে অবিকার,
হাসিছ খেলিছ তুমি আপন সনে
নিরজনে প্রভু নিরজনে,
খেলিছ, এ বিশ্ব লয়ে
বিরাট শিশু আনমনে,
খেলিছ ..
প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা
নিরজনে প্রভু নিরজনে,
খেলিছো, এ বিশ্ব লয়ে
বিরাট শিশু আনমনে
খেলিছো ..
Khelicho E Bisso Loye In English
Khelicho E Bissholoye
Birat shishu aanmone
Proloyo sristi tobo putul khela
Nirojone prabhu nirojone
Khelicho ei Bishwa loye
Shunne moha akashe
Tumi mogno lila bilase
Vangicho goricho niti khone khone
Khelicho E Bisso Loye Song Details
- Song : Khelicho E Bisso Loye
- Lyricist : Kazi Nazrul Islam
- Raag : Bhairavi
- Taal : Kaharwa
Tags:
Lyrics