হ্যালো বন্ধুরা আজকে আমরা এই পোস্টটি থেকে Ki Jala Dila Tumi Lyrics (কি জ্বালা দিলা তুমি) লিরিক্সটি পড়বো। অনেকে অনেকদিন ধরে আমাকে এই গানটির লিরিক্সর জন্য ম্যাসাজ করতেছিলেন। তাই আজকে আপনাদের জন্য এই লিরিক্সটি নিয়ে আসলাম।
Ki Jala Dila Tumi Lyrics In Bengali
ছিলে তুমি এ মনের কত যে আপন
ভেঙ্গে দিলে সব আশা ঝড়েরই মতন,
তুমি জানো না দু'চোখে আমার
নদী বয়ে যায়,
তুমি দেখো না এই বুক টা কাঁপে
তোমারই ব্যথায়।
কি জ্বালা দিলা তুমি বন্ধুরে
মন তো আমার মানে না,
কি জ্বালা দিলা তুমি বন্ধুরে
প্রাণ তো আমার বোঝে না।
চলেই যদি যাবে তুমি এতটা আড়ালে
কাছে এসে কেন তবে দু'হাত বাড়ালে,
ছেড়ে গেলে অবেলায়, লাগে বড়ো অসহায়
মরে যাই, মরে যাই আর সহে না রে।
কি জ্বালা দিলা তুমি বন্ধুরে
মন তো আমার মানে না,
কি জ্বালা দিলা তুমি বন্ধুরে
প্রাণ তো আমার বোঝে না।
এঁকেছি তোমায় আমি সুখেরই তুলিতে
স্মৃতি গুলো ফিরে আসে, পারিনা ভুলিতে,
ছেড়ে গেলে অবেলায়, লাগে বড়ো অসহায়
মরে যাই, মরে যাই আর সহে না রে।
কি জ্বালা দিলা তুমি বন্ধুরে
মন তো আমার মানেনা,
কি জ্বালা দিলা তুমি বন্ধুরে
প্রাণ তো আমার বোঝেনা।
ছিলে তুমি এ মনের কত যে আপন
ভেঙে দিলে সব আশা ঝড়েরই মতন।
Ki Jala Dila Tumi In English
Chile tumi e moner koto je apon
Venge dile sob asha jhorei moton
Tumi jano na duchokhe amar
Nodi boye jaay
Tumi dekho na ei buk ta kape
Tomari bethay
Ki jala dila tumi bondhure
Mon to amar mane na
Ki jwala dila tumi bandhure
Praan to amar bojhe na
Ki Jala Dila Tumi Song Details
- Song : Ki Jala Dila Tumi
- Vocal, Tune & Music : Imran Mahmudul
- Lyrics : Robiul Islam Jibon
- Director : Saikat Reza
- Sponsor By : EVALY
- Label : Cd Choice
Tags:
Lyrics