হ্যালো বন্ধুরা আজকে আমরা এই পোস্টটি থেকে Meghomala Lyrics (মেঘমালা) লিরিক্সটি পড়বো। অনেকে অনেকদিন ধরে আমাকে এই গানটির লিরিক্সর জন্য ম্যাসাজ করতেছিলেন। তাই আজকে আপনাদের জন্য এই লিরিক্সটি নিয়ে আসলাম।
Meghomala Lyrics In Bengali
মেঘমালা, খুলে জানালা
প্রেম এলো মনের ঘরে,
এলো ঝড়, কেঁপে থরথর
অস্থির হযই কেন এমন করে।
আমি তোমাকে জানাতে চাই
আমি পড়েছি ভালোবাসায়,
তোমার মনের মনিকোঠায়
রেখোগো শুধু আমায়।
তুমি বললেই সূর্য ওঠে
তোমায় পেতে মনটা ছুটে,
তুমি হাসলেই ফুল ফোটে
কত আদর গালে ঠোঁটে ..
ভোরে, খুব করে
রোদ হয়ে লুটাবো গায়ে,
বাতাসে, দুর্বা ঘাসে
শিশির হয়ে জড়াবো পায়ে।
আমি তোমাকে জানাতে চাই
আমি পড়েছি ভালোবাসায়,
তোমার মনের মনিকোঠায়
রেখোগো শুধু আমায়।
তুমি বললেই সূর্য ওঠে
তোমায় পেতে মনটা ছুটে,
তুমি হাসলেই ফুল ফোটে
কত আদোর গালে ঠোঁটে..
প্রাণে, অভিধানে
এ মনে লেখা একটি নাম,
হৃদয়ে, নির্ভয়ে
এল প্রেমের নীল খাম।
আমি তোমাকে জানাতে চাই
আমি পড়েছি ভালোবাসায়,
তোমার মনের মনিকোঠায়
রেখোগো শুধু আমায়।
তুমি বললেই সূর্য ওঠে
তোমায় পেতে মনটা ছুটে,
তুমি হাসলেই ফুল ফোটে
কত আদর গালে ঠোঁটে..
Meghomala In English
Meghomala khule janala
Prem elo moner ghore
Elo jhor kepe thorthor
Oshthir hoi keno emon kore
Ami tomake janate chai
Ami porechi valobashay
Tomar moner monikothay
Rekhogo shudhu amay
Tumi bollei surjo othey
Tomay pete monta chutey
Tumi haslei phool fotey
Koto ador gaale thotey
Meghomala Song Details
- Song : Meghomala
- Drama : Biye
- Singer : Sahriar Rafat & Kaniz Khadiza Tinni
- Lyrics : Anurup Aich
- Tune, Music : Sahriar Rafat
- Directed By : Jakaria Showkhin
- DoP : Sumon Hossain
- Label : Eagle Music
Tags:
Lyrics