হ্যালো বন্ধুরা আজকে আমরা এই পোস্টটি থেকে Mone Koro Ami Nei Lyrics (মনে করো আমি নে) লিরিক্সটি পড়বো। অনেকে অনেকদিন ধরে আমাকে এই গানটির লিরিক্সর জন্য ম্যাসাজ করতেছিলেন। তাই আজকে আপনাদের জন্য এই লিরিক্সটি নিয়ে আসলাম।
Mone Koro Ami Nei Lyrics In Bengali
মনে করো আমি নেই
বসন্ত এসে গেছে,
কৃষ্ণচূড়ার বন্যায়
চৈতালী ভেসে গেছে।
মনে করো আমি নেই !
শুক্লাতিথীর ওই ছায়াপথে
চলছে নতুন রাত মায়া রথে,
তুমি অবাক চোখে চেয়ে অপলকে
ভাবছো ভাল কে বেসে গেছে।
কৃষ্ণচূড়ার বন্যায়
চৈতালী ভেসে গেছে,
মনে করো আমি নেই ..
যেন মনে লাগে দোলা কি
দোলা লাগে বিনা কারণে,
শুধু মনে কর আমি নেই
যেন মনে লাগে দোলা কি
দোলা লাগে বিনা কারণে
শুধু মনে কর আমি নেই
যেন মনে লাগে দোলা কি।
হঠাৎ খুশীর ওই রঙিন পাখি
হাওয়ায় লেখে তার ডাকাডাকি,
তুমি সেই লগনে ভাবো আপন মনে
এমন হাসি কে হেসে গেছে।
কৃষ্ণচূড়ার বন্যায়
চৈতালী ভেসে গেছে,
মনে করো আমি নেই
বসন্ত এসে গেছে,
কৃষ্ণচূড়ার বন্যায়
চৈতালী ভেসে গেছে।
মনে করো আমি নেই ...
Mone Koro Ami Nei In English
Mone karo ami nei
Bosonto ase gachhe
Krishnochurar bonnay
Choitali vese gache
Shukla tithir oi chaya pothe
Cholche notun raat maya rothe
Tumi obak chokhe cheye apoloke
Vabcho bhalo ke bese gache
Krishnachurar bonnay
Chaitali bhese gache
Mone Koro Ami Nei Song Details
- Song : Mone Karo Ami Nei
- Singer : Suman Kalyanpur
- Music : Ratu Mukhopadhyay
- Lyrics : Pulak Bandyopadhyay
- Label : Saregama India Ltd
Tags:
Lyrics