হ্যালো বন্ধুরা আজকে আমরা এই পোস্টটি থেকে Moner Moto Pagol Pelam Na Lyrics (মনের মত পাগল পেলাম না) লিরিক্সটি পড়বো। অনেকে অনেকদিন ধরে আমাকে এই গানটির লিরিক্সর জন্য ম্যাসাজ করতেছিলেন। তাই আজকে আপনাদের জন্য এই লিরিক্সটি নিয়ে আসলাম।
Moner Moto Pagol Pelam Na Lyrics In Bengali
দেখি নকল পাগল সকল দেশে
নকল পাগল সকল দেশে,
আসল পাগল কয়জনা,
মনের মতো পাগল পেলাম না,
ও আমি, মনের মতো পাগল পেলাম না।
ক্ষ্যাপা তাইতে পাগল হোলাম না
মনের মত পাগল পেলাম না,
ও ক্ষ্যাপা, মনের মতো পাগল পেলাম না।।
কেউ পাগল পিরিতি রসে
বিষয় লালসে, ধনের মানের যশের পাগল
আছে দেশে, ক্ষ্যাপা রে
ধনের মানের যশের পাগল আছে দেশে।
তারা মোহে মত্ত সদা চিত্ত
মোহে মত্ত সদা চিত্ত,
নিত্য সত্য মানে না।
মনের মতো পাগল পেলাম না,
ক্ষ্যাপা রে, মনের মতো পাগল পেলাম না।।
শিবের মতো পাগল পাওয়া ভার
সুধা তে যে গরল জাগা হার
বলদ বাহন চর্ম আসন, সর্প অলংকার,
ক্ষ্যাপা রে, বলদ বাহন চর্ম আসন, সর্প অলংকার।
ও সে কিসের তরে ভিক্ষা করে
কিসের তরে ভিক্ষা করে?
ঘরে যার অন্নপূর্ণা ,
মনের মতো পাগল পেলাম না,
ক্ষ্যাপা রে, মনের মতো পাগল পেলাম না।।
সবার ওপর এক পাগল আছে
এ জগৎ পাগল করেছে ..
রাধার প্রেমে বিভোর হয়ে গোলক ছেড়েছে,
ক্ষ্যাপা রে,
রাধার প্রেমে বিভোর হয়ে গোলক ছেড়েছে।
ও যার বাঁশির গানে বৃন্দাবনে,
বাঁশির গানে বৃন্দাবনে
বৈদ্য উজান যমুনা ,
মনের মতো পাগল পেলাম না,
ও আমি, মনের মতো পাগল পেলাম না।
ও ক্ষ্যাপা তাইতে পাগল হোলাম না
মনের মতো পাগল পেলাম না,
ও ক্ষ্যাপা, মনের মতো পাগল পেলাম না,
আমি মনের মতো পাগল পেলাম না,
ক্ষ্যাপা রে, মনের মতো পাগল পেলাম না।।
Moner Moto Pagol Pelam Na In English
Dekhi nokol pagol sokol deshe
Asol pagol koyjona
Moner moto pagol pelam na
O ami Moner moto pagol pelam na
Khyapa taite pagol pelam na
Keu pagol piriti rose bisoy laloshe
Dhoner maner josher pagol ache deshe
Tara mohe motto soda chitto
nittyo sotto maane na
Moner mata pagal pelam na
Moner Moto Pagol Pelam Na Song Details
- Song : Moner Moto Pagol Pelam Na
- Performed By : Late Tarak Das Baul
- Cover Credits :
- Koushik Chakraborty : Vocals,Khomak & Harmonium
- Deepayan Maitra : Keyboards
- Arunangshu Bagchi : Acoustic Guitar, Banjo & Montaar
- Deep Ghosh : Bass Guitar
- Debangshu Bhattacharjee : Electric Guitar
- Aniruddha Mondal : Drums, Dubki, Jhumoor,
- Shakers & Kartaal
- Video Concept & Edit : Koushik Chakraborty
Tags:
Lyrics