হ্যালো বন্ধুরা আজকে আমরা এই পোস্টটি থেকে Nesha Akhon Notun Jibon Lyrics (নেশা এখন নতুন জীবন) লিরিক্সটি পড়বো। অনেকে অনেকদিন ধরে আমাকে এই গানটির লিরিক্সর জন্য ম্যাসাজ করতেছিলেন। তাই আজকে আপনাদের জন্য এই লিরিক্সটি নিয়ে আসলাম।
Nesha Akhon Notun Jibon Lyrics In Bengali
কখনো গাঁজা, কখনো বাবা
কখনো গাঁজা, কখনো বাবা
মদ ছাড়াতো চলে না,
নেশা এখন নতুন জীবন
অতীতের কথা ভাবি না।
যে তুমি আপন ছিলে
দূরে সরে গিয়েছো,
অবুঝ এ হৃদয়টারে শূন্য
করে দিয়েছো।
স্বার্থ খুঁজে বদলে গেছো
নেশা আপন করেছে,
নেশাও আজ তোমার মতো
আমায় নষ্ট করেছে।
কখনো গাজা, কখনো বাবা
কখনো গাজা, কখনো বাবা
মদ ছাড়াতো চলে না,
নেশা এখন নতুন জীবন
অতীতের কথা ভাবি না।
আমার গানের প্রতিটা সুরে
তোমায় আমি খুঁজে যাই,
তুমি ছাড়া শূন্য লাগে
হৃদয়েরই আঙিনায়।
কার চোখে চোখ রেখে
অভিমান ভুলে যাও,
ভালোবাসি বলে আজ
কার বুকেতে মাথা দাও।
তোমায় কেন পাইনা খুঁজে
আমার শহর টায়?
কার শহরে আলো মাখো
আঁধার দিয়া আমায়?
কখনো গাঁজা, কখনো বাবা
কখনো গাঁজা, কখনো বাবা
মদ ছাড়াতো চলেনা,
নেশা এখন নতুন জীবন
অতীতের কথা ভাবিনা।
তোমার দেওয়া স্মৃতি ভুলতে
নেশার জীবন ধরেছি,
তোমার চোখে হাসির জোয়ার
আমার চোখে পানি।
কেমন করে তোমার স্মৃতি
ভুলে থাকতে পারি আমি,
চাইনা নেশা চাইনা তোমায়
আঁধার ছেড়ে আলো চাই।
তাইতো তোমায় ভুলতে আমি
নেশার নৌকা বেয়ে যাই,
তুমি বেস সুখে আছো
অন্য কারো পিঞ্জিরায়।
কখনো গাঁজা, কখনো বাবা
কখনো গাজা, কখনো বাবা
মদ ছাড়াতো চলে না,
নেশা এখন নতুন জীবন
অতীতের কথা ভাবিনা।
এই আমি কেমন আমি যদি জানিতাম
আমার মতো একটা তুমি খুঁজি অনিতাম,
আমার মতো একটা তুমি খুঁজি অনিতাম।
Nesha Akhon Notun Jibon In English
Kokhono ganja kokhono baba
Mod chara to chole na
Nesha ekhon notun jibon
Otiter kotha vabi na
Je tumi apon chile dure sore giyecho
Abuj e hridoytare shunno kore diyecho
Sartho khuje bodle gecho
Nesha apon koreche
Neshao aaj tomar moto
Amay noshto koreche
Nesha Akhon Notun Jibon Song Details
- Song : Nesha Akhon Notun Jibon
- Vocal, Tune & Lyrics : MSB
- Music : Shamim Mahmud
- Story & Direction : Biplob Hossain
- Edit & Color : Roni Sikder Jetu
- Cinematography : Sojib Khan
- Producer : HB Shop
- Distributed by : HB Films
Tags:
Lyrics