হ্যালো বন্ধুরা আজকে আমরা এই পোস্টটি থেকে Nishitho Shoyone Lyrics (নিশীথ শয়নে) লিরিক্সটি পড়বো। অনেকে অনেকদিন ধরে আমাকে এই গানটির লিরিক্সর জন্য ম্যাসাজ করতেছিলেন। তাই আজকে আপনাদের জন্য এই লিরিক্সটি নিয়ে আসলাম।
Nishitho Shoyone Lyrics In Bengali
নিশীথশয়নে ভেবে রাখি মনে
ওগো অন্তর্যামী,
প্রভাতে প্রথম নয়ন মেলিয়া
তোমারে হেরিব আমি,
ওগো অন্তর্যামী,
নিশীথশয়নে ভেবে রাখি মনে
ওগো অন্তর্যামী।।
জাগিয়া বসিয়া শুভ্র আলোকে,
জাগিয়া বসিয়া শুভ্র আলোকে
তোমার চরণে নমিয়া পুলকে,
মনে ভেবে রাখি দিনের কর্ম
তোমারে সঁপিব স্বামী,
ওগো অন্তর্যামী,
নিশীথশয়নে ভেবে রাখি মনে
ওগো অন্তর্যামী।।
দিনের কর্ম সাধিতে সাধিতে
ভেবে রাখি মনে মনে,
কর্ম-অন্তে সন্ধ্যাবেলায়
বসিব তোমারি সনে।
দিন-অবসানে ভাবি বসে ঘরে
তোমার নিশীথ বিরাম সাগরে,
শ্রান্ত প্রাণের ভাবনা বেদনা
নীরবে যাইবে নামি,
ওগো অন্তর্যামী।
নিশীথশয়নে ভেবে রাখি মনে
ওগো অন্তর্যামী,
প্রভাতে প্রথম নয়ন মেলিয়া
তোমারে হেরিব আমি,
ওগো অন্তর্যামী,
নিশীথশয়নে ভেবে রাখি মনে
ওগো অন্তর্যামী।।
Nishitho Shoyone In English
Nishitho shayane bhebe rakhi mone
ogo ontorjami
Probhate prothomo nayan meliya
Tomare heribo ami Ogo antarjami.
Jagiya bosiya shubhro aloke
Tomaro chorone nomiya puloke
Mone bhebe rakhi dinero karmo
Tomare shopibo swami
Ogo ontarjami
Diner kormo sadhite sadhire
Vebe rakhi mone mone
Kormo-onte sondhyabelay
Bosibo tomari sone.
Din obosone bhabi bose ghore
Tomaro nishitho biram sagore
Shranto praaner bhabona bedona
Nirobe jaibe naami Ogo antorjami.
Nishitho Shoyone Song Details
- Song : Nishitho Shoyone
- Lyrics and Composition : Rabindranath Tagore
- Singer : Susmita Patra
- Music Designed By : Sandipan Ganguly
- Sound Engineer : Goutam Basu
- Parjaay : Puja 178
- Taal : Teyora
- Raag : Bageshre-Bahar
Tags:
Lyrics