হ্যালো বন্ধুরা আজকে আমরা এই পোস্টটি থেকে Nishshongota Lyrics (নিঃসঙ্গতা) লিরিক্সটি পড়বো। অনেকে অনেকদিন ধরে আমাকে এই গানটির লিরিক্সর জন্য ম্যাসাজ করতেছিলেন। তাই আজকে আপনাদের জন্য এই লিরিক্সটি নিয়ে আসলাম।
Nishshongota Lyrics In Bengali
আরো একটা রাত কেটে যাবে
বুকে জমবে আরো অলসতা,
বিলাপহীন একঘেয়ে আলো
পাশবালিশের নিঃসঙ্গতা।
পড়ে আছে আলমারির তাকে
তোমার উপহার দেওয়া সোয়েটার,
Whiskey-তে আর নেশা হয়না
ভোর হয়ে এলো বোধহয় এবার।
আকাশের রং এখনো ফ্যাকাশে
আর চোখ খুলে রাখা যায় না,
ভোরের সময় হয়ে এলো
চলে গেলে কেউ ফিরে আসে না।
আকাশের রং এখনো ফ্যাকাশে
আর চোখ খুলে রাখা যায়না,
ঘুমের সময় হয়ে এলো
চলে গেলে কেউ ফিরে আসেনা।
Nishshongota In English
englishAaro ekta raat kete jabe
Buke jombe aaro alosota
Belapheen ekgheye aalo
Pashbalisher nishongota
Pore ache almarir taake
Tomar upohar deowa sweater
Whiskey te aar nesha hoy na
Bhor hoye elo bodhoy ebar
Akasher rong ekhono fekashe
Aar chokh khule rakha jaay na
Ghumer somoy hoye elo
Chole gele keu phire ashe na
Nishshongota Song Details
- Song : Nishshongota
- Vocal, Composition, Lyrics & Ukulele : Arko Mukhaerjee
- Acoustic Guitar : Koustav Dey
- Direction & Visual Story : Arifur Rahman
- Edit & Color : Samrat Sam
- Cinematography : Amit Biswas, Arifur Rahman,
- Jose Jacob & Soumya Chakraborty
Tags:
Lyrics