হ্যালো বন্ধুরা আজকে আমরা এই পোস্টটি থেকে O Bandhobi Lyrics (ও বান্ধবী) লিরিক্সটি পড়বো। অনেকে অনেকদিন ধরে আমাকে এই গানটির লিরিক্সর জন্য ম্যাসাজ করতেছিলেন। তাই আজকে আপনাদের জন্য এই লিরিক্সটি নিয়ে আসলাম।
O Bandhobi Lyrics In Bengali
ও বান্ধবী,
তোর কানের পরা ঐ দুল
ভালো লাগে
হাওয়ায় ওড়া তোর চুল।
ও বান্ধবী,
কেন বুঝিস না তুই
নাকি বুঝেও খুব
বুঝতে চাস না তুই।
রোজ রোজ ঝড় আসে
বুকের পাঁজরে তাই
প্রজাপতি ডাক দিয়ে যায়,
আমার মনের ঘরে
তোর এই আসা যাওয়া
তোকে কিভাবে বোঝাই,
কিভাবে তোকে বোঝাই,
কিভাবে তোকে বোঝাই।
হয়তো তোর নাম লিখেছি
একটু প্রেমের সুখে,
বিজ্ঞাপন তো চাঁদও দেয়
আকাশের বুকে।
যেমন করে ঐ চাঁদ আসে রোজ
আমার জানলাতে,
তেমনি করেই তোকে খুঁজি
মনের আয়নাতে।
রোজ রোজ ঝড় আসে
বুকের পাঁজরে তাই
প্রজাপতি ডাক দিয়ে যায়,
আমার মনের ঘরে
তোর এই আসা যাওয়া
তোকে কিভাবে বোঝাই,
কিভাবে তোকে বোঝাই,
কিভাবে তোকে বোঝাই।
ও বান্ধবী,
তোর কানের পরা ঐ দুল
ভালো লাগে
হাওয়ায় ওড়া তোর চুল।
ও বান্ধবী,
কেন বুঝিস না তুই
নাকি বুঝেও খুব
বুঝতে চাস না তুই।
ও বান্ধবী, ও বান্ধবী,
ও বান্ধবী, ও বান্ধবী..
O Bandhobi In English
O bandhobi
Tor kaner pora oi dul
Valolage haway ora tor chul
O bandhobi keno bujhis na tui
Naki bujheo khub
Bujhte chash na tui
O Bandhobi Song Details
- Song : O Bandhobi
- Singer : Rupak Tiary
- Music & Lyrics : Jayanta Roy
- Audio Production & Mix Mastering : Rupak Tiary
- Guitar : Jakiruddin Khan
- Filmed by : Aditya Paul
- Story & AD : Souradipta Ghosh
Tags:
Lyrics