হ্যালো বন্ধুরা আজকে আমরা এই পোস্টটি থেকে O Bondhu Re Lyrics (ও বন্ধু রে) লিরিক্সটি পড়বো। অনেকে অনেকদিন ধরে আমাকে এই গানটির লিরিক্সর জন্য ম্যাসাজ করতেছিলেন। তাই আজকে আপনাদের জন্য এই লিরিক্সটি নিয়ে আসলাম।
O Bondhu Re Lyrics In Bengali
ও.. একা মনে প্রশ্ন শুধুই জবাব খুঁজে যায়
তোর ভুলেরই মাসুল তোকে গুনতে হবে হায়,
কেউ দেবে না রে জবাব খুঁজে
ভুল কে যখন নিলি বুঝে,
থামবি কেন ভুলের ঠিকানায়।
ও বন্ধুরে, বন্ধুরে,
ও বন্ধু রে ... ওও..
ও.. বুকের পাঁজর ভাঙ্গে বিধি
নয়ন বলে শুধুই কাঁদি,
হারায় যখন আপন জনা রে।
অসময়ের ঝড় তুফানে
স্বপ্ন আশা হারায় মানে,
ভাঙ্গে রে কূল নদীর কিনারে..
হায়, যে ফুল লাগে পুজোর কাজে
সে ফুল দিয়ে দেহ সাজে,
জীবন যেন ধূপের ধোঁয়া রে
ও জীবন রে, জীবন রে
ও জীবন রে ...
ও.. বিপদ কি আর আসে একা
ভুল মনে হয় স্বপ্ন দেখা,
হারায় যখন প্রানের পিয়ারে।
একটা মনে এত ব্যথা
যায় ভিজে যায় চোখের পাতা,
জুড়বে কি আর ভাঙ্গা হিয়ারে..
হায় যায়না ভোলা তবু তাকে
চাই যেন সে সুখে থাকে,
সইবে হিয়া একাই ব্যথা রে।
ও বন্ধুরে, বন্ধুরে,
ও বন্ধু রে ...
ও.. একা মনে প্রশ্ন শুধুই জবাব খুঁজে যায়
তোর ভুলেরই মাসুল তোকে গুনতে হবে হায়,
কেউ দেবে না রে জবাব খুঁজে
ভুল কে যখন নিলি বুঝে,
থামবি কেন ভুলের ঠিকানায়।
ও বন্ধুরে, বন্ধুরে,
ও বন্ধু রে ... ওও..
O Bondhu Re In English
Eka mone proshno sudhui
jobab khuje jaay
Tor bhuleri masul toke
gunte hobe haay
Keu debe na re jobab khuje
Bhul ke jokhon nili bujhe
Thambi keno bhuler thikanay
O bondhu re...
O Bondhu Re Song Details
- ong : O Bondhu Re
- Movie : Tor Naam
- Singer : Zubeen Garg
- Music : Akassh
- Lyrics : Priyo Chattopadhyay
- Director : Joy Sankar & Satabdi Das
- Produced by : Weird Industry
- Label : Echo Entertainment Pvt Ltd
- Cover Credits :
- Singer : Mithun Saha
- Music Recreated by : Rohan chokrabarti
- Mix and mastering : Mithun and Rohan
- D.O.P : Guttu barman
- Video edit : guttu barman
Tags:
Lyrics