হ্যালো বন্ধুরা আজকে আমরা এই পোস্টটি থেকে O Kolkata Lyrics (কলকাতা) লিরিক্সটি পড়বো। অনেকে অনেকদিন ধরে আমাকে এই গানটির লিরিক্সর জন্য ম্যাসাজ করতেছিলেন। তাই আজকে আপনাদের জন্য এই লিরিক্সটি নিয়ে আসলাম।
O Kolkata Lyrics In Bengali
ঘন ঘন চাঁদ এসে পড়ে মুখে নেই ঘুম
পথে পড়ে থাকা চেনা শব্দের মরশুম।
একা জানালায় খুলে রাখা মন
জানে সংলাপ পেরোবে কখন
চোখে হারিয়েছি গল্পের খাতা..
ও কলকাতা আমার কলকাতা,
ও কলকাতা আমার কলকাতা।
ভিড়ে হেঁটে যায় কাগজের মুখ একা কেউ
বালি নীরবতা গুঞ্জন এসে ভাঙে ঢেউ।
গলি রাজপথে একই চলাচল,
মুঠোতে লুকোনো রুমালের জল
প্রিয় বর্ষায় হারাই ছাতা..
ও কলকাতা আমার কলকাতা,
ও কলকাতা আমার কলকাতা।
ছোট ছোট ভুল অনেক দূর সাজা পায়
ঠিক করে নিতে এক শতাব্দী ঘুরে যায়।
চেনা নিঃশ্বাসে ক্লান্তির ঘ্রান,
ভবঘুরে ঠোঁটে নোঙরের গান
কে যে ছেড়ে গেলো জাহাজ ঘাটা..
ও কলকাতা আমার কলকাতা,
ও কলকাতা আমার কলকাতা ...
O Kolkata In English
Ghono ghono chand ese pore mukhe
nei ghum
Pothe pore thaka chena shobder morshum
Eka janalay khule rakha mon
Jani songlap perobe kokhon
Chokhe hariyechi golper khata
O kolkata amar kolkata
O Kolkata Song Details
- Song Name : O Kolkata
- Film : Uraan
- Singer : Shreya Ghoshal
- Lyrics : Srijato
- Music : Joy Sarkar
- Director : Tridib Raman
- Label : Amara Muzik Bengali
Tags:
Lyrics