হ্যালো বন্ধুরা আজকে আমরা এই পোস্টটি থেকে Pakhi Lyrics (পাখি) লিরিক্সটি পড়বো। অনেকে অনেকদিন ধরে আমাকে এই গানটির লিরিক্সর জন্য ম্যাসাজ করতেছিলেন। তাই আজকে আপনাদের জন্য এই লিরিক্সটি নিয়ে আসলাম।
Pakhi Lyrics In Bengali
একা পাখি বসে আছে শহুরে দেয়ালে
শীষ দিয়ে গান গায় ধূসর খেয়ালে,
তার ফেলে যাওয়া আনমনা শীষ
এই শহরের সব রাস্তায়,
ধোঁয়াটে বাতাসে, নালিশ রেখে যায়।
আমি দেখিনি, আমি শুনিনি,
আমি বলিনি অনেক কিছু,
আমি জানিনি, আমি বুঝিনি,
তবু ছুটেছি তোমার পিছু।
আমি দেখিনি, আমি শুনিনি,
আমি বলিনি অনেক কিছু,
জানিনি, আমি বুঝিনি,
তবু ছুটেছি, তোমার পিছু।
একা পাখি বসে আছে শহুরে দেয়ালে
শীষ দিয়ে গান গায় ধূসর খেয়ালে।
পাখি আনমনা বসে দেয়ালে
পাখি নির্বাক চোখ রাস্তায়,
পাখি আনমনা বসে দেয়ালে
পাখি নির্বাক চোখ রাস্তায়,
ধোঁয়াটে শহরের উষ্ণতা বাড়েনা,
তার আনমনা চোখ,
অবুঝ চোখ মনের দরজায়,
আঙুল রাখেনা।
কিছু সুর তুমি এনে দাও
পাখি নাগরিক কোলাহলে,
তুমি গান গাও, তুমি শীষ দাও
এই শহুরে দেয়ালে।
তুমি ভুলে যাও এই শহরের
যত ব্যস্ত জনকথা,
আমি এসেছি তোমার কাছে
এনে দাও স্বাধীনতা।
দেখিনি, আমি শুনিনি,
আমি বলিনি অনেক কিছু
জানিনি, আমি বুঝিনি,
তবু ছুটেছি তোমার পিছু।
আমি দেখিনি, আমি শুনিনি,
আমি বলিনি অনেক কিছু
আমি জানিনি, আমি বুঝিনি,
তবু ছুটেছি.. তোমার পিছু।
Pakhi In English
Eka pakhi bose ache sohure dewale
Shish diye gaan gaay dhusor kheyale
Taar fele jaowa aanmona shish
Ei shohorer sob rastay
Dhowate batase nalish rekhe jaay
Ami dekhini ami shunini
Ami bolini onek kichu
Ami janini ami bujhini
Tobu chutechi tomar pichu
Pakhi aanmona bose deyale
Pakhi nirbak chokh rastay
Dhowate sohorer ushnota barena
Tar aanmona chokh obujh chokh
Moner dorjay angul rakhena
Pakhi Song Details
- Song : Pakhi (1998)
- Album Name : Icche Ghuri
- Band Name : Shironamhin
- Singer : Tanzir Tuhin
- Music & Lyrics : Ziaur Rahman
- Bass : Ziaur Rahman Zia
- Drums : Kazi Ahmad Shafin
- Guitar : Tushar, Keyboard : Razib
- Sarod & Vocal : Farhan
Tags:
Lyrics