হ্যালো বন্ধুরা আজকে আমরা এই পোস্টটি থেকে Pera Lage 2 Lyrics (প্রেমের প্যারা ভালো লাগে না) লিরিক্সটি পড়বো। অনেকে অনেকদিন ধরে আমাকে এই গানটির লিরিক্সর জন্য ম্যাসাজ করতেছিলেন। তাই আজকে আপনাদের জন্য এই লিরিক্সটি নিয়ে আসলাম।
Pera Lage 2 Lyrics In Bengali
প্রেমে পইরা খাইছি আমি ছেঁকা রে
ছেঁকা খাইয়া হইয়া গেছি বেঁকা রে,
তোমার প্রেমে ছিলাম আমি বোকা রে
তাইতো তুমি দিলা আমায় ধোকা রে।
কেন তুমি করলা এমন ছলনা?
প্রেমের প্যারা ভালো লাগে না, না রে
প্রেমের প্যারা ভালো লাগে না।
তোমায় ভালোবাইসা আমি হইয়াছি পাগল
পাড়ার মানুষ বলে আমায় মাথায় গন্ডগোল।
তবু কেন করলা এমন বাহানা?
প্রেমের প্যারা ভালোলাগে না, না রে
প্রেমের প্যারা ভালো লাগে না।
মুখে মধু অন্তরে বিষ জানা ছিল না
তুমি এমন ভন্ড ছিলা মানতে পারি না।
তবু কেন ভুলতে তোমায় পারিনা?
প্রেমের প্যারা ভালো লাগে না, না রে
প্রেমের প্যারা ভালোলাগে না।
প্রেমে পইড়া খাইছি আমি ছেঁকা রে
ছেঁকা খাইয়া হইয়া গেছি বেঁকা রে,
তোমার প্রেমে ছিলাম আমি বোকা রে
তাইতো তুমি দিলা আমায় ধোকা রে।
কেন তুমি করলা এমন ছলনা?
প্রেমের প্যারা ভালো লাগে না, না রে
প্রেমের প্যারা ভালো লাগে না।
Pera Lage 2 In English
Preme poira khaichi ami cheka re
Cheka khaiya hoiya gechi beka re
Tomar preme chilam ami boka re
Taito tumi dila amay dhoka re
Keno tumi korla emon cholona
Premer pera bhalo lage na na re
Premer pera valolage na
Pera Lage 2 Song Details
- Song : Pera Lage 2
- Vocal, Lyric & Tune : Suzon Ahmed
- Music : Zahid Bashar Pankaj
- Director : Reza Mahmud
- Story : Jannatara Ferdous Mila
- Dop : Sheul Babu
- Edit : Anoy Shohag
- Produced and Distributed by : MR Best Media
Tags:
Lyrics