হ্যালো বন্ধুরা আজকে আমরা এই পোস্টটি থেকে Please Theke Jao Lyrics (প্লিজ থেকে যাও) লিরিক্সটি পড়বো। অনেকে অনেকদিন ধরে আমাকে এই গানটির লিরিক্সর জন্য ম্যাসাজ করতেছিলেন। তাই আজকে আপনাদের জন্য এই লিরিক্সটি নিয়ে আসলাম।
Please Theke Jao Lyrics In Bengali
সে তো যাবেই দূরে, আমি হৃদয় খুঁড়ে
বৃথা হাত ধরে বলি
আজ তুমি প্লিজ থেকে যাও।
মুখ লুকিয়ে কাঁদা, চোখে হাজার বাধা
তবু মাঝ রাতে জানি
ভালোবেসে তুমি কাকে চাও।
ঠোঁটে লেগে আছে গল্প, অল্প কথার
প্রেমে নেই কোনো শর্ত, জেতা হারার
হাওয়া ঘুরবে, কথা উড়বে,
মন পুড়বে এ শরীরে,
হোক কাব্য, আমি ভাববো
ঠিক নামবো সে গভীরে,
ডুবে যাই, ডুবে যাই।
Padharo Mhare Desh Re
Padharo Mhare Desh
আমি রাত ভোর, শুধু দেখে যাই
কিছু টুপটাপ, মুছে জলছাপ ভেজা আয়নায়,
স্মৃতি বন্দর, যেন ডেকে যায়
নীল রুমালের ভেজা মাস্তুল কোনো সন্ধ্যায়।
ডাকনামে যদি সাড়া দাও
আমি ভিজে আছি এখনও তো সে বর্ষায়।
Padharo Mhare Desh Re
Padharo Mhare Desh
সে তো যাবেই দূরে, আমি হৃদয় খুঁড়ে
বৃথা হাত ধরে বলি
আজ তুমি প্লিজ থেকে যাও।
ঠোঁটে লেগে আছে গল্প, অল্প কথার
প্রেমে নেই কোনো শর্ত, জেতা হারার
হাওয়া ঘুরবে, কথা উড়বে,
মন পুড়বে এ শরীরে,
হোক কাব্য, আমি ভাববো
ঠিক নামবো সে গভীরে,
ডুবে যাই, ডুবে যাই।
Kesariya Balam Aavo Ni
Padharo Mhare Desh Re
Padharo Mhare Desh
Please Theke Jao In English
Se toh jabei dure ami hridoy khure
Britha haat dhore boli
Aaj tumi please theke jao
Mukh lukiye kada chokhe hajar badha
Valobeshe tumi kake chao
Thote lege ache golpo olpo kothar
Preme nei kono shorto jeta harar
Hawa ghurbe kotha urbe
Mon purbe e shorire
Hok kabbo ami vabbo
Thik Nambo se gobhire dube jai.
Please Theke Jao Song Details
- Song : Please Theke Jao
- Singer : Lagnajita Bhattacharya
- Lyricist : Rajib Chakraborty
- Music Director : Shourya Ghatak
- Director : Samir James & Adolina
- Cinematographers : Partha Dam & Deep Rudra
- Music Label : Amara Muzik
Tags:
Lyrics