হ্যালো বন্ধুরা আজকে আমরা এই পোস্টটি থেকে Sesh Dekha Lyrics (শেষ দেখা) লিরিক্সটি পড়বো। অনেকে অনেকদিন ধরে আমাকে এই গানটির লিরিক্সর জন্য ম্যাসাজ করতেছিলেন। তাই আজকে আপনাদের জন্য এই লিরিক্সটি নিয়ে আসলাম।
Sesh Dekha Lyrics In Bengali
ছলছল আঁখি আর জল ভরা চোখ
বুক ভরা ব্যাথা আর বিরহ দু'চোখ।
সব কিছু দিয়ে তুই অচেনা
মরে গেছে অন্তর পেয়ে প্রহসন্তর
প্রান তবু তোকে ছাড়া বাঁচে না।
তুই আয়,
বলবো না এসে তুই থেকে যা
হয়তো বা বাঁচবো না,
শেষবার এসে তুই দেখে যা।
সোনালি বিকেলটা আসেনা তো আর
হয়না খোঁপায় দেয়া ফুল,
অভিমানে কেউ মুখ করে নাতো ভার
কথা কাজে হলে কোনো ভুল।
তর মতো কেউ আর করে না শাসন
তুই ছাড়া কারো হতে পারিনি আপন।
অনুরোধ এসে তুই রেখে যা
তুই আয়,
বলবো না এসে তুই থেকে যা
হয়তো বা বাঁচবো না,
শেষবার এসে তুই দেখে যা।
স্মৃতিরও আকাশে শুধু সুখেরা আমার
দুঃখের বাতাসে ভরা ঘোর,
একা একা ভোর করি নিদ্রা বিহিন
বেদনার বিরহে প্রহর।
ছায়া ছাড়া কেউ পাশে নেই যে আমার
পালিয়ে বেড়ায় সেও দেখলে আঁধার।
কপালে শেষ আদর এঁকে যা..
তুই আয়,
বলবো না এসে তুই থেকে যা
হয়তো বা বাঁচবো না,
শেষ বার এসে তুই দেখে যা।
Sesh Dekha In English
Cholchol ankhi aar jol bhora chokh
Buk bhora betha aar biroho duchokh
Sobkichu diye tui ochena
More geche ontor peye prosontor
Praan tobu toke chara banche na
Tui aay bolbona ese tui theke ja
Hoyto ba banchbo na
Seshbar ese tui dekhe ja
Sesh Dekha Song Details
- Song : Sesh dekha
- Singer : Arman Alif
- Lyric : Proshenjit Mondal
- Tune : Mahfuz Imran
- Music : JK Majlish
- Director : BM Saiful Islam
- Story : Proshenjit Mondal
- DOP : A M Rizu
- Edit & Color : S M Tushar
- Label : DP Music Station
Tags:
Lyrics