Sesh Gaan Noy Aaj Geye Jabo Lyrics | শেষ গান নয় আজ লিরিক্স

হ্যালো বন্ধুরা আজকে আমরা এই পোস্টটি থেকে Sesh Gaan Noy Aaj Geye Jabo Lyrics (শেষ গান নয় আজ) লিরিক্সটি পড়বো। অনেকে অনেকদিন ধরে আমাকে এই গানটির লিরিক্সর জন্য ম্যাসাজ করতেছিলেন। তাই আজকে আপনাদের জন্য এই লিরিক্সটি নিয়ে আসলাম।

 
Sesh Gaan Noy Aaj Geye Jabo Lyrics | শেষ গান নয় আজ লিরিক্স

Sesh Gaan Noy Aaj Geye Jabo Lyrics In Bengali

শেষ গান নয় আজ গেয়ে যাবো
জীবনের এই জয়গান,
আজ আমি ভুলে যেতে চাই
তোমাদের সব অপমান।
মঙ্গল দীপ জ্বালিয়ে যাবো।

আমার যা কিছু আজ
তোমার দয়ায়,
মা জানকীর আশিষ,
আমার মাথায়।
ভালোবাসা আজ চাই সকলের
নেই কোন অভিমান।
শেষ গান নয় আজ গেয়ে যাবো
জীবনের এই জয় গান,
আজ আমি ভুলে যেতে চাই
তোমাদের সব অপমান।
মঙ্গলদীপ জ্বালিয়ে যাবো,
মঙ্গলদীপ জ্বালিয়ে যাবো..

তোমার চরণ দাদা
মাথায় আমার,
আজ আমি খুঁজে পাই,
স্বর্গের দ্বার।
যা কিছু পেয়েছি আমি সবইতো
তোমার দয়ার দান।
শেষ গান নয় আজ গেয়ে যাব
জীবনের এই জয়গান,
আজ আমি ভুলে যেতে চাই
তোমাদের সব অপমান।
মঙ্গল দীপ জ্বালিয়ে যাব,
মঙ্গল দীপ জ্বালিয়ে যাব।

Sesh Gaan Noy Aaj Geye Jabo In English

Shesh gaan noy aaj geye jabo
jiboner ei joyogan
Aaj ami bhule jete chai
Tomader shob opoman
Mangaldeep Jwaliye jabo
Mangal deep Jaliye jabo

Sesh Gaan Noy Aaj Geye Jabo Song Details

  • Song : Sesh Gaan Noy Aaj
  • Movie : Mangal Deep (1989)
  • Singer : Mohammed Aziz
  • Music : Bappi Lahiri
  • Lyricist : Bhabesh Kundu
  • Director : Hiranath Chakraborty
  • Label : Angel Digital

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন