হ্যালো বন্ধুরা আজকে আমরা এই পোস্টটি থেকে Shukhe Thaka Baki Lyrics (সুখে থাকা বাকি) লিরিক্সটি পড়বো। অনেকে অনেকদিন ধরে আমাকে এই গানটির লিরিক্সর জন্য ম্যাসাজ করতেছিলেন। তাই আজকে আপনাদের জন্য এই লিরিক্সটি নিয়ে আসলাম।
Shukhe Thaka Baki Lyrics In Bengali
একটা ঘরে তুমি আমি থাকি
এক চাদরেই স্বপ্ন গুলো রাখি,
হাজার ঝড়েও হৃদয় জুড়ে
তোমার ডাকাডাকি,
তবু কেন তোমার আমার
সুখে থাকা বাকি।
একটা ঘরে তুমি আমি থাকি।।
ঠোঁটের কোনে ছিল কত মন মাতানো হাসি
হো.. ঠোঁটের কোনে ছিল কত মন মাতানো হাসি
সারাটাদিন ছিল ভীষণ ভালোবাসাবাসি।
আজও মনের পৃষ্ঠা জুড়ে তোমার ছবি আঁকি,
আজও মনের পৃষ্ঠা জুড়ে তোমার ছবি আঁকি
তবু কেন তোমার আমার
সুখে থাকা বাকি।
একটা ঘরে তুমি আমি থাকি।।
বিষন্নতার নীলাভ মলাট করছে আড়াল তোমায়
বিষন্নতার নীলাভ মলাট করছে আড়াল তোমায়
কাছে রেখেও অনেক দূরে দিচ্ছি ঠেলে আমায়।
ভালোবাসায় মগ্ন ছিলাম দেইনি কোনো ফাঁকি,
ভালোবাসায় মগ্ন ছিলাম দেইনি কোনো ফাঁকি
তবু কেন তোমার আমার
সুখে থাকা বাকি।
একটা ঘরে তুমি আমি থাকি
এক চাদরেই স্বপ্ন গুলো রাখি,
হাজার ঝড়েও হৃদয় জুড়ে
তোমার ডাকাডাকি,
তবু কেন তোমার আমার
সুখে থাকা বাকি।
একটা ঘরে তুমি আমি থাকি।।
Shukhe Thaka Baki In English
Ekta ghore tumi ami thaki
Ek chadorei shopno gulo rakhi
Hajar jhoreo hridoy jure
Tomar dakadaki
TObu keno tomar amar
Sukhe thaka baki
Thoter kone chilo koto mon matano hasi
Saratadin chilo vishon valobasabasi
Aajo moner prishtha jure tomar chobi anki
Bishonnotar nilabh molat korche aral tomay
Kache rekheo onek dure dicchi thele amay
Valobashay mogno chilam dei kono faki
Shukhe Thaka Baki Song Details
- Song : Shukhe Thaka Baki
- Singers : Asif Akbar & Haimanti
- Lyrics : Suhrid Sufian
- Music : Kishore
- Tune : Ashikur Rahman
- Direction : Yamin Elan
- Editing : Shuvro
- Label : ARB Entertainment
Tags:
Lyrics