হ্যালো বন্ধুরা আজকে আমরা এই পোস্টটি থেকে Shune Ne Lyrics (শুনে নে) লিরিক্সটি পড়বো। অনেকে অনেকদিন ধরে আমাকে এই গানটির লিরিক্সর জন্য ম্যাসাজ করতেছিলেন। তাই আজকে আপনাদের জন্য এই লিরিক্সটি নিয়ে আসলাম।
Shune Ne Lyrics In Bengali
শুনে নে, আমার হাঁটাহাঁটি
আমার পরিপাটি, ভয় ভয়,
শুনে নে, আমার গল্প বলা
ভয় ভয়।
কেন,
না বলা রাতেতে জেগে উঠি আমি,
ভাবালো ভেতরে ভেতরে যে
কার নাম, নাম।
কেন,
অচেনা শহরে সিঁড়ি ভেঙে নামি আমি,
নিয়নে, পিওনে রেখে দিয়ে
তোর নাম, নাম।
লুকোনো সে যে একপাশে
লুকিয়ে দেখো বসে আছে,
জমানো কিছু ছবিগুলো আজও
ধাঁধার মতো ফিরে ফিরে খেলতে আসে।
লুকোনো আছে একপাশে
লুকিয়ে কেউ বসে আছে,
জমানো কিছু ছবিগুলো আজও
ধাঁধার মতো ফিরে ফিরে খেলতে আসে।
কেন,
না বলা রাতেতে জেগে উঠি আমি,
ভাবালো ভেতরে ভেতরে যে
কার নাম, নাম.. ও.. নাম..
ঘুমিয়ে কেউ তোরই সাথে
হাতের পাশে হাত রাখে,
না পাওয়া কিছু ছবিগুলো আজও
পাওনা করি নিজে নিজে, ভুলতে বসে।
শুনে নে, আমার হাঁটাহাঁটি
আমার পরিপাটি, ভয় ভয়,
শুনে নে, আমার গল্প বলা
ভয় ভয়।
কেন,
না বলা রাতেতে জেগে উঠি আমি,
ভাবালো ভেতরে ভেতরে যে
কার নাম, নাম।
কেন,
অচেনা শহরে সিঁড়ি ভেঙে নামি আমি,
নিয়নে, পিওনে রেখে দিয়ে
তোর নাম, নাম, ও.. নাম..
Shune Ne In English
Shune Ne amar hanta hanti
Amar poripaati bhoy paowar
Shune ne amar golpo bola
Bhoy paowar
Keno na bola raate te
Jege uthi ami
Bhabalo bhetore bhetore je
Kar naam, naam
Keno ochena shohore
Siri venge naami ami
Neone peone rekhe diye
Tor naam, naam.
Shune Ne Song Details
- Song : Shune Ne
- Movie : Love Aaj Kal Porshu
- Singers : Dev Arijit, Nikhita Gandhi
- Music : Arindom
- Lyrics : Prasen
- Direction : Pratim D Gupta
- Cinematographer : Subhankar Bhar
- Presenters : Shrikant Mohta & Mahendra Soni
- Producer : SVF Entertainment
Tags:
Lyrics