হ্যালো বন্ধুরা আজকে আমরা এই পোস্টটি থেকে Syriar Chele Lyrics (সিরিয়ার ছেলে) লিরিক্সটি পড়বো। অনেকে অনেকদিন ধরে আমাকে এই গানটির লিরিক্সর জন্য ম্যাসাজ করতেছিলেন। তাই আজকে আপনাদের জন্য এই লিরিক্সটি নিয়ে আসলাম।
Syriar Chele Lyrics In Bengali
তিন বছরের সেই সিরিয়ার ছেলে
কাদের বোমায় তুমি পুড়ে মারা গেলে?
কে তোমার আম্মা, কে তোমার বাবা?
কাদের বোমায় ছিল যুদ্ধের থাবা।
কাকে বলে ছেলেবেলা জানতে কি পেলে
তিন বছরের সেই সিরিয়ার ছেলে,
কাকে বলে ছেলেবেলা জানতে কি পেলে
তিন বছরের সেই সিরিয়ার ছেলে।।
কোথায় খেলতে তুমি কজনের সাথে?
করা হাত রেখেছিলো তোমার দু'হাতে?
কাকে বলে বিশ্বাস, কাকে ভালোবাসা
বুঝতে কি চেয়েছিলে বড়োদের ভাষা?
কাকে বলে সভ্যতা জানতে কি পেলে?
তিন বছরের সেই সিরিয়ার ছেলে।।
আল্লহ কে চেয়েছিলে সব বলে দিতে
মানুষ কি চেয়েছিলো সে খবর নিতে।
আল্লহ কে চেয়েছিলে সব বলে দিতে
মানুষ কি চেয়েছিলো সে খবর নিতে,
মানুষ যুদ্ধ করে আগুন জ্বালায়
মানুষই মেশায় বিষ ভাতের থালায়,
মানুষই দাঁড়ায় পাশে সবকিছু ফেলে
জানতে কি পেরেছিলে সিরিয়ার ছেলে?
Syriar Chele In English
Tin bochorer sei Syriar Chele
Kader bomay tumi pure mara gele?
Ke tomar amma ke tomar baba
Kader bomay chilo juddher thaba
Kake bole chelebela jante ki pele
Teen bochorer sei Syriar Chele
Kothay khelte tumi kojoner sathe
Kara haat rekhechilo tomar duhaate
Kake bole biswas kake valobasha
bujhte ki cheyechile boroder bhasha
Kake bole sobbhota jante ki pele
Tin bacharer sei Syriar Chele
Syriar Chele Song Details
- Song : Syriar Chele
- Singer : Asif Akbar
- Lyric & Composition : Kabir Suman
- Music Arrangement : Shouquat Ali Imon
- English Translation : Lusha Mirza
- Arabic Translation : Tanvir Aziz
- Editor : Jiko
- Production : E-Music
- Direction : Yamin Elan
- Label : ARB Entertainment
Tags:
Lyrics