হ্যালো বন্ধুরা আজকে আমরা এই পোস্টটি থেকে Tomake Ferate Chay Lyrics (তোমাকে ফেরাতে চায়) লিরিক্সটি পড়বো। অনেকে অনেকদিন ধরে আমাকে এই গানটির লিরিক্সর জন্য ম্যাসাজ করতেছিলেন। তাই আজকে আপনাদের জন্য এই লিরিক্সটি নিয়ে আসলাম।
Tomake Ferate Chay Lyrics In Bengali
তোমাকে নিয়ে যা ছিলো স্মৃতিরা সবই
স্বভাবে আজও তোমাকে ফেরাতে চায়,
নিভিয়ে রাখা দু'চোখে তোমারি ছবি
হঠাৎই আনমনে আমায় কাঁদিয়ে যায়।
ফিরে যদি আসা হয়
সে পথে কোনো সময়,
যে পথে আছি আমি সব হারিয়ে..
পাবে না আর নতুন করে..
ও.. তোমাকে নিয়ে যা ছিলো স্মৃতিরা সবই
স্বভাবে আজও তোমাকে ফেরাতে চায়,
নিভিয়ে রাখা দু'চোখে তোমারই ছবি
হঠাৎই আনমনে আমায় কাঁদিয়ে যায়।
জানিনা কেন এভাবে দুজনে
অচেনা হয়ে আছি, কাছে এসে কেন
দূরে গিয়ে বাঁচি বল কি করে?
ভালোবাসা লুকিয়ে, সেদিন গুলো ভুলিয়ে
দূরে যেতে চাই না,
যেদিন তোর ছিলাম কাছাকাছি।
জমেছে আজ অভিমান
সময়ের এ পিছুটান,
এ আঁধারে নিজেকে হারিয়েছি..
আজ নিজেকে হারিয়েছি ..
ও.. তোমাকে নিয়ে যা ছিলো স্মৃতিরা সবই
স্বভাবে আজও তোমাকে ফেরাতে চায়,
ও.. নিভিয়ে রাখা দু'চোখে তোমারই ছবি
হঠাৎই আনমনে আমায় কাঁদিয়ে যায়।
Tomake Ferate Chay In English
Tomake niye ja chilo smritira sobi
Sovabe aajo tomake ferate chaay
Nibhiye rakha duchokhe tomari chobi
Hotati aanmone amay kadiye jaay
Tomake Ferate Chay Song Details
- Song : Tomake Ferate Chay
- Singer : Keshab Dey
- Lyrics : Badal Paul
- Music Arrangement : Tapas Roy
- DOP : Shampad
- Edit : Mimo
- Original Song Credits :
- Song : Khairiyat
- Movie : Chhichhore
- Singer : Arijit Singh
- Music : Pritam
- Lyrics : Amitabh Bhattacharya
Tags:
Lyrics