হ্যালো বন্ধুরা আজকে আমরা এই পোস্টটি থেকে Totodur Prem Lyrics (ততদূর প্রেম) লিরিক্সটি পড়বো। অনেকে অনেকদিন ধরে আমাকে এই গানটির লিরিক্সর জন্য ম্যাসাজ করতেছিলেন। তাই আজকে আপনাদের জন্য এই লিরিক্সটি নিয়ে আসলাম।
Totodur Prem Lyrics In Bengali
ততদূর প্রেম হাইওয়ে যত দূর
আমাদের মন খুব জোরে ছুটে যায়,
বসন্তকাল নাম ডাকে বন্ধু'র
আড়ালে আড়ালে আসলে তোমাকে চায়।
তুমি না থাকলে একা হয়ে যাই খুব
তুমি কাছে এলে ইচ্ছে আগুন পায়,
স্পর্শেরা এই বর্ষায় দেবে ডুব
আড়ালে আড়ালে আসলে তোমাকে চায়,
আড়ালে আড়ালে আসলে তোমাকে চায়।।
মনখারাপেরা দাঁড়িয়েছে
দেখো রাস্তার মোড়ে মোড়ে,
তুমি ছুঁয়ে দিলে কিছু ফুল ফুটবেই
দুঃখের দিনে তোমার আঙুলে
খুশির বেলুন ওড়ে,
এর চেয়ে ভালো আর জেনো কিছু নেই ..
হাত ধরে আরও কিছু পথ হবো পার
মাইলস্টোনেরা চুপিচুপি দেবে সায়,
শীত বলে গেছে উষ্ণতা দরকার
আড়ালে আড়ালে আসলে তোমাকে চায়,
আড়ালে আড়ালে আসলে তোমাকে চায় ..
Totodur Prem In English
Totodur Prem highway jotodur
Amader mon khub jore chhute jay,
Bosontokal naam daake bondhur
Arale arale ashole tomake chay
Tumi na thakle eka hoye jai khub
Tumi kache ele icche agun paay
Sporshera ei borshay debe doob
Arale arale asole tomake chay
Mon kharapera dariyeche
dekho rastar morey morey
Tumi chuye dile kichu phool futbei
Dukkher dine tomar angule
khusir baloon ore
Er cheye valo aar jeno kichu nei
Haat dhore aaro kichu poth hobo paar
Milestone ra chupi chupi debe saay
Sheet bole geche ushnota dorkar
Araley araley asole tomake chay
Totodur Prem Song Details
- Song Name : Totodur Prem
- Web Series : Tansener Tanpura
- Singers : Somlata Acharyya Chowdhury & Jimut Roy
- Music Director & Arrangements : Joy Sarkar
- Lyricist : Srijato
- Programming : Sabuj-Ashish
- Mixing and Mastering : Goutam Basu
- Director : Soumik Chattopadhyay
- Label : SVF Music
Tags:
Lyrics