হ্যালো বন্ধুরা আজকে আমরা এই পোস্টটি থেকে Tui Boro Beiman Re Bondhu Lyrics (তুই বড় বেইমান রে বন্ধু) লিরিক্সটি পড়বো। অনেকে অনেকদিন ধরে আমাকে এই গানটির লিরিক্সর জন্য ম্যাসাজ করতেছিলেন। তাই আজকে আপনাদের জন্য এই লিরিক্সটি নিয়ে আসলাম।
Tui Boro Beiman Re Bondhu Lyrics In Bengali
আমার সাধের রঙিন স্বপ্নো গুলা
কাইড়া নিলো কে,
আমারে ভুইলা গিয়া
ভালোই আছে সে।
আমার অগোছালো জীবনটা গুছায় দিবো কে
হারানো সব ভালোবাসা দে ফিরাইয়া দে,
ভুইলা গেলি আমারে তুই নতুন কোনো টানে
কষ্ট গুলা উড়ায় দিলাম কইয়া গানে গানে।
তুই বড় বেইমান রে বন্ধু তুই বড় বেইমান
না বুঝিয়া তোর প্রেমেতে দিলাম মনো প্রান।
ও.. কাটছে সময় ব্যস্ত সুখে
মগ্ন নতুন মায়ায়,
দিন কাটে তোর কার ভাবনায়
চলিস কার ইশারায় ?
যায়না ভোলা কোনো স্মৃতি
কেমনে পারলি তুই?
এখন মনের দুঃখ, মনের কথা
করে আমি কোই ?
যদি পারিস থাকিতে তুই আমাকে ভুলে
আমি শুকনো পাতার মতো ঝরবো তাহলে।
তুই বড় বেঈমান রে বন্ধু তুই বড় বেঈমান
না বুঝিয়া তোর প্রেমেতে দিলাম মনো প্রান।
তোর আশায় আশায় দিন গেলো ফুরিয়া
কি পেলাম তোরে ভালবাসিয়া,
আমার এ মন জানে
কতটা গেঁথে আছিস হৃদয়টা জুড়ে।
ভালোবেসে তোরে
অবশেষে রইলাম আমি একা ঘরে,
দিন কাটেনা রাত নির্ঘুম তোর ভাবনায়
সময় আমার ফুরায় গেলো
তোর আশায় আশায় রে,
সময় আমার ফুরায় গেলো
তোর আশায় আশায়।
তুই বড় বেইমান রে বন্ধু তুই বড় বেইমান
না বুঝিয়া তোর প্রেমেতে দিলাম মনো-প্রান,
তুই বড় বেইমান রে বন্ধু তুই বড় বেইমান
ভুল বুঝিয়া তোর প্রেমেতে দিলাম মনো প্রান।
Tui Boro Beiman Re Bondhu In English
Amar sadher rongeen shopno gula
kaira nilo ke
Amare bhuila giya valoi ache se
Amar ogochalo jibonta guchay dibo ke
Harano sob valobasha de firaiya de
Bhuila geli amare tui notun kono taane
Kosto gula uray dilam koiya gaane gaane
Tui boro beiman re bondhu tui boro beiman
Na bujhiya tor premete dilam mono praan
Tui Boro Beiman Re Bondhu Song Details
- yyyyyy
Tags:
Lyrics