হ্যালো বন্ধুরা আজকে আমরা এই পোস্টটি থেকে Abar Jokhon Lyrics (আবার যখন) লিরিক্সটি পড়বো। অনেকে অনেকদিন ধরে আমাকে এই গানটির লিরিক্সর জন্য ম্যাসাজ করতেছিলেন। তাই আজকে আপনাদের জন্য এই লিরিক্সটি নিয়ে আসলাম।
Abar Jokhon Lyrics In Bengali
আবার যখন আকাশ হয়ে
বৃষ্টির জলে আটকে পড়ে
তোমায় দেখবো,
তখন তুমি ফিরিয়ে দিও না।
আবার যখন অন্তরালে
একলা হয়ে অন্ধকারে
তোমায় ভাববো,
তখন তুমি অভিমান করো না।
আবার যখন জোছনা রাতে
শিশির ভেজা ঘাসের মাঝে
থাকবো বসে একা,
তখন তুমি প্রশ্ন করো না।
আবার যখন পথহারা পথে
অবচেতনার অন্ত্যমিলে
ছুটতে থাকি আমি,
তখন তুমি পিছু ডাক দিও না।
যখন নিঝুম রাতের তারা
এক ফালি চাঁদ জোছনা ভরা,
জোনাকির আলোয় হাত বাড়িয়ে
আমায় ডাকে না নানা নানা না।
যখন মোহের অন্তরালে
রঙিন কোনো স্বপ্ন জালে,
আমার ছোটো নাওয়ের মাঝি
ফিরতে পারে না নানা নানা না।
যখন নিঝুম রাতের তারা
এক ফালি চাঁদ জোছনা ভরা,
জোনাকির আলোয় হাত বাড়িয়ে
আমায় ডাকে না।
যখন মোহের অন্তরালে
রঙিন কোনো স্বপ্ন জালে,
আমার ছোটো নাওয়ের মাঝি
ফিরতে পারে না, তখনও,
তখনও তোমায় ভালোবাসি
তখনও তোমায় ভালোবাসি
তখনও তোমায় ভালোবাসি।
Abar Jokhon In English
Abar Jokhon akash hoye
Brishtir jole aatke pore
Tomay dekhbo
Tokhon tumi phiriye dio na
Abar jokhon ontorale
Ekla hoye ondhokare tomay vabbo
Tokhon tumi obhimaan koro na
Abar jakhan jochna raate
Shishir veja ghasher majhe
Thakbo boshe eka
Tokhon tumi proshno korona
Abar jokhon pothhara pothe
Obochetonar ontomile chutte thaki ami
Tokhon tumi pichu daak diyo na
Abar Jokhon Song Details
- Song Name : Abar Jokhon
- Singer : Minar Rahman
- Lyric : Minar
- Tune & Music : Tahsan Khan
- Label : Agniveena
Tags:
Lyrics