হ্যালো বন্ধুরা আজকে আমরা এই পোস্টটি থেকে Ami Sri Sri Bhojohori Manna Lyrics (আমি শ্রি শ্রি ভজহরি মান্না) লিরিক্সটি পড়বো। অনেকে অনেকদিন ধরে আমাকে এই গানটির লিরিক্সর জন্য ম্যাসাজ করতেছিলেন। তাই আজকে আপনাদের জন্য এই লিরিক্সটি নিয়ে আসলাম।
Ami Sri Sri Bhojohori Manna Lyrics In Bengali
লা লালা, লা লালা, লা লালা, লা লালা, লা.. আ
আমি শ্রী শ্রী ভজহরি মান্না,
আমি শ্রী শ্রী ভজহরি মান্না।
ইস্তাম্বুল গিয়ে জাপান কাবুল গিয়ে
শিখেছি সহজ এই রান্না..
আমি শ্রী শ্রী ভজহরি মান্না।
হাতে নিয়ে ডেকচি, যেই তুলি হেঁচকি,
হাতে নিয়ে ডেকচি, যেই তুলি হেঁচকি,
বিরিয়ানী কোরমা, পটলের দোরমা,
মিলেমিশে হয়ে যায় প্যারিসের ছেঁচকি।
পাবেন না মশলাটা যেখানেই যান না,
আমি শ্রী শ্রী ভোজহরি মান্না।
সুইজারল্যান্ড গিয়ে, ইজিপ্ট হল্যান্ড গিয়ে
শিখেছি নতুন এই রান্না..
আমি শ্রী শ্রী ভজহরী মান্না ..
শোনো ভাই কুন্তী, নিয়ে এসো খুন্তি,
শোনো ভাই কুন্তী, নিয়ে এসো খুন্তি,
ওহে বীর হাজরা.. হাড় আর পাঁজরা..
ওহে বীর হাজরা, হাড় আর পাঁজরা
আস্ত মাছেই করি ডেভিল অগুন্তি,
মোটেই হবেনা ভুঁড়ি যত খুশি খান না,
আমি শ্রী শ্রী ভজহরি মান্না ..
না কেটেই খাশি টা, টাটকা কি বাসি টা,
না কেটেই খাশি টা, টাটকা কি বাসি টা,
ঠিক পড়ে নজরে, বলে দি সজোরে,
মাংসটা ঝাল হবে মেটে হবে আশিটা।
পেটে গিয়ে ব্যা ব্যা করে জুড়ে দেবে কান্না,
আমি শ্রী শ্রী ভজহরি মান্না।
Khyber Pass গিয়ে Rome Cyprus গিয়ে,
শিখেছি দারুন এই রান্না ...
আমি শ্রী শ্রী ভজহরি মান্না,
আমি শ্রী শ্রী ভজহরি মান্না।
Ami Sri Sri Bhojohori Manna In English
Ami sri sri vojohori manna
Istambul giye japan kabul giye
Sikhechi sohoj ei ranna
Ami shri shri vojohori manna
Haate niye dekchi jei tuli hechki
Biriyani korma potoler dorma
Milemishe hoye jaay paris er chechki
Ami Sri Sri Bhojohori Manna Song Details
- Song : Ami Sri Sri Bhojohori Manna
- Movie : Pratham Kadam Phool
- Singer : Manna Dey
- Music : Sudhin Dasgupta
- Lyricist : Pulak Bandyopadhyay
- Directed by : Inder Sen
- Distributed by : Ikans Films
Tags:
Lyrics