হ্যালো বন্ধুরা আজকে আমরা এই পোস্টটি থেকে Barle Boyos Sobai Manush Hoy Ki Lyrics (বাড়লে বয়েস) লিরিক্সটি পড়বো। অনেকে অনেকদিন ধরে আমাকে এই গানটির লিরিক্সর জন্য ম্যাসাজ করতেছিলেন। তাই আজকে আপনাদের জন্য এই লিরিক্সটি নিয়ে আসলাম।
Barle Boyos Sobai Manush Hoy Ki Lyrics In Bengali
বাড়লে বয়েস সবাই মানুষ হয় কি
শুনলে কথা মানুষ চেনা যায় কি।
চেনা সহজ নয় চিনতে লাগে ভয়,
চেনা সহজ নয় চিনতে লাগে ভয়
বলি তাই মানুষ চেনা দায়,
হায়রে, বলি তাই মানুষ চেনা দায়।
হাত বাড়ালে বন্ধু পাওয়া যায় না
বাড়ালে হাত বন্ধু সবাই হয় না।
পেরিয়ে অনেক পথ নিলাম এ শপথ,
পেরিয়ে অনেক পথ নিলাম এ শপথ
আমি নয় শত্রু হব তাই,
হায়রে, আমি নয় শত্রু হব তাই।
হাসলে পরে রসিক সবাই হয় কি
কান্না এলেই কাঁদতে পারা যায় কি।
হাসি মিছে কান্না অনেক হলো আর না,
হাসি মিছে কান্না অনেক হলো আর না,
মন খুলে হেসে যাব তাই,
হায়রে, মন খুলে হেসেই যাব তাই।
বাড়লে বয়েস সবাই মানুষ হয় কি
শুনলে কথা মানুষ চেনা যায় কি।
চেনা সহজ নয় চিনতে লাগে ভয়,
চেনা সহজ নয় চিনতে লাগে ভয়।
Barle Boyos Sobai Manush Hoy Ki In English
Barle boyosh shobai manush hoy ki
Shunle kotha manus chena jay ki
Chena sohoj noy chinte lage bhoy
Boli tai manush chena daay
Hayre boli tai manus chena day
Barle Boyos Sobai Manush Hoy Ki Song Details
- Song : Barle Boyos Sobai Manush Hoy Ki
- Tune and Vocal : Subrat Ghosh
- Lyricist : Joyjit Lahiri
- Album : Jhora Somoyer Gaan
- Band Name : Mohiner Ghoraguli
- Label : Asha Audio
Tags:
Lyrics