হ্যালো বন্ধুরা আজকে আমরা এই পোস্টটি থেকে Bhubon Dangar Hashi Lyrics (ভুবন ডাঙ্গার হাসি) লিরিক্সটি পড়বো। অনেকে অনেকদিন ধরে আমাকে এই গানটির লিরিক্সর জন্য ম্যাসাজ করতেছিলেন। তাই আজকে আপনাদের জন্য এই লিরিক্সটি নিয়ে আসলাম।
Bhubon Dangar Hashi Lyrics In Bengali
সোনার মেয়ে,
তোমায় দিলাম ভুবন ডাঙ্গার হাসি,
তোমায় দিলেম মধ্যদিনের,
টিনের চালের বৃষ্টি রাশি,
আরও দিলাম রৌদ্রধোয়া সবুজ ছোঁয়া
পাতার বাঁশি।
মুখে বললাম না, বললাম না রে ভালবাসি।
সোনার মেয়ে,
তোমায় দিলাম ভুবন ডাঙ্গার হাসি।
হারাবো হৃদয় টানে, ভালবাসার একটু মানে
ইচ্ছে করছে দুজন মিলেই খুঁজি,
আবেগে মেঘের ভেতর, পৃথিবীর সব আদর,
তুমি হবে আমার ভেবে দুচোখ বুজি।
প্রজাপতি হৃদয়টাই আমাতে নেই,
এ যে কি হল আমার, কোথায় আমি ভাসি।
তোমাকেই,
তোমায় দিলাম ভুবন ডাঙার হাসি।
তোমাকে,
তোমায় দিলাম ভুবন ডাঙার হাসি।
সোনার মেয়ে,
তোমায় দিলাম ভুবন ডাঙার হাসি।
তোমাকে,
তোমায় দিলাম ভুবন ডাঙার হাসি।
তোমায় দিলেম মধ্যদিনের,
টিনের চালের বৃষ্টি রাশি,
আরও দিলাম রৌদ্রধোয়া সবুজ ছোঁয়া
পাতার বাঁশি।
মুখে বললাম না, বললাম না রে ভালবাসি।
তোমাকে,
তোমায় দিলাম ভুবন ডাঙার হাসি।
সোনার মেয়ে,
তোমায় দিলাম ভুবন ডাঙ্গার হাসি।
Bhubon Dangar Hashi In English
Sonar Meye
Tomay dilam bhubon dangar hasi
Tomay dilam moddho diner
Tiner chaler brishti rashi
Aaro dilam roudrya dhowa
Sobuj chowa patar bashi
Mukhe bollam na
Bollam na re valobashi
Tomake
Tomay dilam vubon dangar hasi
Bhubon Dangar Hashi Song Details
- Song Name : Bhubon Dangar Hashi
- Album Name : Oporajita
- Singer : Topu & Nancy
- Lyric, Tune & Music : Prince Mahmud
- Video Direction : Towhidur Rahman Rubel
- Label : Agniveena
Tags:
Lyrics